নিজস্ব প্রতিবেদকঃ ঘোষণা করা হয়েছে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল। চোটের কারণে নেই দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক সাকিব আল হাসানের সহকারী নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়েছিলেন, তিনি এখনও অস্বস্তিবোধ করছেন। পিঠের চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপ দল নির্বাচনে বিষয়টি মাথায় রাখতে বলেছিলেন বাংলাদেশের সাবেক এই ওয়ানডে অধিনায়ক।
তামিমের এমন কথায় তাকে বিশ্বকাপ দলে নিতে চাননি সাকিব আল হাসান ও চান্ডিকা হাথুরুসিংহে। শেষ পর্যন্ত অধিনায়ক ও প্রধান কোচের চাওয়াই প্রাধান্য পেয়েছে। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দলে রাখা হয়নি তামিমকে। বিসিবি চাইলে অবশ্য দলের সাথে অভিজ্ঞ এই ওপেনারকে রাখতে পারতো!
এদিকে তামিমের দলে না থাকা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা জানান, দেশসেরা ওপেনারকে বাদ নয়; তামিম নিজেই দলে থাকতে চাননি। মাশরাফী লিখেন, ‘একটি তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’
এর আগে বিশ্বকাপে অংশ নেওয়া প্রিয় দল এবং সতীর্থদের জন্য শুভকামনা জানিয়েছেন মাশরাফী। ফেসবুকে স্ট্যটাস দিয়ে তিনি লিখেছেন, ‘স্বপ্ন জয় করে আসো বন্ধুরা। তোমাদের প্রতি রইলো পূর্ন সমর্থন এবং অফুরন্ত ভালোবাসা।’ বিশ্বকাপে বাংলাদেশের পথ চলা শুরু হবে ৭ অক্টোবর। ধর্মশালায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই মাঠে তিনদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post