স্পোর্টস ডেস্কঃ সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে মুখোমুখি লড়ছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এক ওভার বাকি থাকতে অলআউট হয়ে পড়েছে লঙ্কানরা। ৪৯ ওভারে ২৫৮ রানে গুঁটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস। দলটির হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন চারিথ আসালঙ্কা।
আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৪ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বসে লঙ্কানরা। তবে মিডল অর্ডারে আসালঙ্কা দারুণ এক জুটি গড়ে তুলেন ধনাঞ্জয়া ডি সিলভার সাথে। চতুর্থ উইকেটে তাদের ১০১ রানের সেই জুটিতে রক্ষা পায় স্বাগতিকরা। ফিফটি হাঁকিয়ে ৬১ বলে ৭ বাউন্ডারিতে ৬০ রান করে ধনাঞ্জয়া আউট হলে ভাঙে সেই জুটি।
পরবর্তীতে ষষ্ঠ উইকেটে দুনিথ ওয়েলালেগের সাথে ৫৭ রানের আরও একটি জুটি গড়ে শ্রীলঙ্কা রান বাড়িয়ে নেন আসালঙ্কা। দলের অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে আসালঙ্কা খেলে যান ১১০ রানের দারুণ ইনিংস। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকানোর ইনিংসটি সাজানো ছিল ১০৬ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায়। শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ২১ রানের অপরাজিত ইনিংসে ভর করে দেড়শ পার হয় লঙ্কানরা।
অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচে ২টি করে উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স, ম্যাথু কুহনেমান ও মিচেল মার্শ। আর ১টি উইকেট লাভ করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর বাকি ৩ উইকেট এসেছে রান আউট থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা