স্পোর্টস ডেস্কঃ এবার চারিথ আসালাঙ্কাকে ফেরালেন তাসকিন আহমেদ। দলীয় দেড়শ রানের আগে চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা। বাংলাদেশ টস জিতে বোলিংয়ে নেমে দারুণ শুরু পায়। নিয়মিত বিরতিতে লঙ্কানদের উইকেট তোলে নিচ্ছেন বোলাররা।
আসালাঙ্কা থেমেছেন ২৩ বলে ১০ রান করে। তাসকিনের স্লোয়ারে তুলে মারতে চেয়েছিলেন এই বাঁহাতি। কিন্তু ব্যাটে বলে ঠিক মতো হয় নি। গতি কমে আসা বল আসালাঙ্কা ব্যাট থেকে ক্যাচ ওঠে মিড অনে। সাকিব অনেকটা ছুটে নিয়েছেন ভালো ক্যাচ।
এর আগে কুশাল মেন্ডিস ফিফটির পর ইনিংস বড় করতে পারেন নি। পেসার শরিফুল ইসলামের দুর্দান্ত এক ডেলিভারিতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ক্যারিয়ারের ২৪তম ফিফটি পূর্ণ করা মেন্ডিস ৭৩ বলে ৫০ রানে ফিরেন। ২৯ রানে জীবন পাওয়া এই ডানহাতি শরিফুলের বাউন্সারে থার্ড ম্যানে তাসকিন আহমেদের ক্যাচে আউট হয়েছেন।
এর আগে পাথুম নিসাঙ্কাকেও ফেরান শরিফুল। দারুণ এক ডেলিভারিতে লঙ্কান ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। আউট হওয়ার আগে নিসাঙ্কা ৬০ বলে ৪০ রান করেছেন। মেন্ডিস ৭৩ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৫০ করে আউট হয়েছেন। আরেক ওপেনার দিমুথ করুণারত্নে ১৮ রান করে ফিরেছেন। তাঁকে আউট করেন হাসান মাহমুদ। উইকেটের পেছনে মুশফিকের ক্যাচে ফেরেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০