আসিসির কাছে মুশফিকের আকুতি….

0
44

স্পোর্টস ডেস্ক: ২০০৬ সালে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয়ে ছিলো সাকিব আল হাসানের। একই বছর টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে ইংলিশ দলপতি অ্যালিস্টার কুকের। এই বছরে কুক খেলেছেন ১৩৩টি টেস্ট, আর বিশ্ব সেরা অল রাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান খেলেছেন ৪২টি টেস্ট।

এই পরিসংখ্যানই বলে দিচ্ছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা কতটা কঠীন। অথচ এই বাংলাদেশই আজ রোববার মিরপুরের ১০৮ রানের বিশাল ব্যবধানে হারিযেছে ইংল্যান্ডকে।

বাংলাদেশ সফরে এসে ইংলিশরা অবাকই হয়েছেন গত এক বছরের বেশি সময় টেস্ট খেলেনি টাইগাররা। অবক বাংলাদেশ, বিস্মিত বাংলাদেশের সমর্থকরা।

ম্যাচ শেষে আইসিসির কাছে তাই মুশফিকুর রহিমের আকুতি আরো ম্যাচ চাই। বাংলাদেশকে যেনো আরো বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ দেয় আইসিসি এই আকুতিই বাংলাদেশ দলের দলপতির।

২০১২ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেক হওয়া জো রুটও সাকিবের চেয়ে বেশি টেস্ট খেলেছেন, ৪৬টি। তামিম প্রায়ই আফসোস করেন, অন্য দলের মতো সুযোগ পেলে এত দিন ৮০-৯০ টেস্ট খেলে ফেলতেন। তাঁর রানটাও হয়তো দ্বিগুণ হতো।

এবারের পুরো সিরিজে বারবার আলোচিত হয়েছে বিষয়টি। ইংলিশ ক্রিকেটারদের অনেকে অবাক হয়েছেন জেনে, ১৫ মাস পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সেটিও মাত্র দুই ম্যাচেই শেষ হয়ে যাবে ২০১৬ সালের টেস্ট সূচি। এমন বিরতিতে বারবার পড়ে বাংলাদেশ। আজ ম্যাচ শেষে মাইক আথারটনও প্রশ্নটা করলেন। জবাবে টেস্ট অধিনায়ক মুশফিক এক রকম আকুতিই জানালেন, বাংলাদেশকে যেন আরও বেশি টেস্ট খেলার সুযোগ দেওয়া হয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here