আস্থা নেই দেশীদের উপর, বিদেশীরাই ডুবালো সিলেট সদর-ওসমানীনগরকে

0
64

নিজস্ব প্রতিবেদক: মাস দুয়েক আগে সিলেটে অনুষ্টিত বিভাগীয় কমিশনার কাপ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। অনেকে সেটিকে বিদেশী লিগ বলে ‘অভিহিত’ করে ছিলেন। টুর্ণামেন্টে লাগাম ছাড়া বিদেশীদের সংখ্যা। সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক দল একাদশের ৯ জনকেই বিদেশী লেখা ছিলো।

এবার আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপে আয়োজকরা বিষয়টি মাথায় রেখেই দু’জন বিদেশী খেলোয়াড়ের কোটা রেখে ছিলেন তারা। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেদের ভরা ডুবি ডেকে এনেছে সিলেট সদর উপজেলা ফুটবল দল ও ওসমানীনগর উপজেলা ফুটবল দল।

যেখানে গোলাপগঞ্জ উপজেলা নিজ এলাকার সব খেলোয়াড়কে নিয়ে একাদশ সাজিয়ে টুর্ণামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে, সেখানে এদু’টি উপজেলা নিজ দলের বিদেশী খেলোয়াড়দের জন্যই যেতে পারলো  ফাইনালে। বিদেশী খেলোয়াড়দের আত্মঘাতি গোলের কারণে স্বপ্ন ভঙ্হ হয়েছে এদু’উপজেলার ফুটবল প্রেমীদের।

গোলাপগঞ্জের কাছে সেমিফাইনালে সিলেট সদর উপজেলা হেরেছে বিদেশী খেলোয়াড়ের কারণেই।

সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা ৬ টায় শুরু হওয়া ম্যাচে খেলার শেষ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিলো সিলেট সদর। খেলার একেবারে শেষ মিনিটে সিলেট সদরের বিদেশী খেলোয়াড়ই যেনো হারিয়ে দিলেন দলকে। রেফারী যখন শেষ বাঁশি বাজার প্রস্তুুতি নিচ্ছিলেন তখনি নিজেদের ডি বক্সের ভিতরেই বলে হাত লেগে যায় সদরের বিদেশী খেলোয়াড় জেকসনের।

রেফারী ম্যাচর শেষ বাঁশি বাজানোর পরিবর্তে পেনাল্টির বাঁশি বাজান। আর সুযোগটাকে কাজে লাগিয়ে শেষ মিনিেটই সমতায় ফেরে বিশ্বনাথ। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে যায় সদর।

এদিন  খেলার শুরুতেই এগিয়ে যায় সিলেট সদর। ১০ মিনিটেই দলকে লিড এনে দেন সিলেট সদরের হয়ে জোড়া গোল করা গৌছ। তার গোলে ১-০ গোলে এগিয়ে যায় সিলেট সদর। কিন্তুু বিদেশী খেলোয়াড়ের কারণেই পারেনি দলটি।

একই ভাবে গোলাপগঞ্জের বিপক্ষে ম্যাচে ওসমানীনগর হারে তাদের বিদেশী খেলোয়াড়ের আত্মঘাতি গোলে কারেণ। সেমিফাইনালে গোলাপগঞ্জের বিপক্ষে ওসমানীনগর বিদেশী খেলোয়াড়ের আত্মঘাতী গোলেই ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয়েছে দলটির। ওসমানীনগরকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে উপজেলা কাপের ফাইনাল নিশ্চিত করেছে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল।

শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিত প্রথম সেমিফাইনালে নিজেদের ভুলেই হারতে হয়েছে ওসমানীনগরকে। খেলার শুরু থেকে দু’দল নিজেদের আক্রমণ ভাগকে আগলে খেলে আসছিলো। প্রথমার্ধেই ওসমানীনগরের বিদেশী খেলোয়াড়ের ডায়মন্ড আত্মঘাতী গোল করে বসেন। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ওসমানীনগর উপজেলা ফুটবল দলকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here