স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের আর বাকি পাঁচ মাসের মতন সময়। কিন্তু এখনো সূচি ঘোষণা করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দশ দলের বিশ্বকাপে এবারও প্রতি দলকে খেলতে হবে ৯টি করে ম্যাচ। যার শুরুটা হবে আহমেদাবাদে। উদ্বোধনী ম্যাচের মতো ফাইনালও হবে এখানে। ভারতীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। যদিও আইসিসি এই ব্যাপারে এখনো আনুষ্ঠানি বিবৃতি দেয় নি।
জানা গেছে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, চেন্নাইতে। এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। গত বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দু’দল। যেখানে কিউইদের হারিয়ে শিরোপা জিতেছিল ইংলিশরা। এবার এই দু’দলের লড়াইয় দিয়ে আহমেদাবাদে শুরু হবে ৫০ ওভারের বিশ্বকাপ।
১০ দলের বিশ্বকাপে প্রতি দলের লিগ পর্বে আছে ৯ ম্যাচ। ৪৮ ম্যাচের বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া নিশ্চিত করেছে স্বাগতিক ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। আর বাছাই পর্বে সেরা হয়ে দু’দল অংশ নেবে মূল পর্বে। এই দু’দল ঠিক হবে আগামী জুন মাসে জিম্বাবুয়েতে হতে যাওয়া দশ দলের বাছাই পর্বে। সেখানে অংশ নিবে উইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের মতো টেস্ট খেলুড়ে দল।
এছাড়া লড়াইয়ে নামবে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। আগামী জুনে জিম্বাবুয়ের তিন ভেন্যুতে শুরু হবে বাছাই পর্ব। এর আগে গত বিশ্বকাপের বাছাই পর্বে পেরিয়ে মূল পর্বে খেলেছিল উইন্ডিজ ও আফগানিস্তান। এবার আফগানরা সরাসরি বিশ্বকাপে অংশ নিলেও ক্যারিবিয়ানদের বাছাই পর্ব পেরোতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০