স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের মাঠে ৩-০ গোলে জয় পায় লিভারপুল। আগেই শেষ ষোলো অনেকটাই নিশ্চিত ছিল অল রেডদের। বুধবার রাতের বড় জয়ে নিশ্চিত হলো তাদের পরের ধাপ। দলের জয়ে মোহাম্মদ সালাহ, ডারউইন নুনেজ ও এলিয়ট গোল করেছেন।
‘আমরা নক আউট পর্বে গিয়েছি এবং আমি কখনই এটাকে আগে থেকেই নিশ্চিত বলে মনে করিনা। অবশ্যই এই ধরনের জয় দলের পারফরমেন্সকে উজ্জীবিত করে তুলে। আজ আমরা সবাই ম্যাচটি দারুণ উপভোগ করেছি। লিডসের বিপক্ষে প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচে এই ধারা ধরে রাখতে চাই।’
প্রিমিয়ার লিগের গত রাউন্ডে টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে মাঠে নামা লিভারপুলকে আটকে দেয় লিগ টেবিলের তলানিতে থেকে খেলতে নামা নটিংহ্যাম ফরেস্ট। দারুণ জয়ে সবার নিচে থেকে এক ধাপ উপরেও উঠে আসে তারা। গত শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে দেয় নটিংহ্যাম।
লিগে তৃতীয় হারের তেতো স্বাদ পাওয়া লিভারপুল ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। আগামী শনিবার তারা খেলবে লিডসের বিপক্ষে। ম্যাচটি হবে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০