স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। সোমবার ঘোষিত দলে সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন করা হয়নি। যদিও দ্বিতীয় সারির ভারত দলের বিপক্ষেও হোয়াইটওয়াশ এড়াতে পারে নি আইরিশরা।
আগামী ১০ জুলাই শুরু হবে দুই দলের মাঠের লড়াই। শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ১৮ জুলাই, ২০ জুলাই এবং ২২ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তিনটি টি-টোয়েন্টিই অনুষ্ঠিত হবে স্টরমন্টে। টি-টোয়েন্টি সিরিজে দু’দল মাঠে নামার আগে ম্যালাহাইডে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ফরম্যাটের দল আগেই ঘোষণা করেছে আইরিশ ক্রিকেট বোর্ড।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াডঃ অ্যান্ডু বালবার্নি, মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রেইন, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেকটর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।
আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াডঃ অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রেইন, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেকটর, লরকান টাকার ও ক্রেইগ ইয়াং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০