ইংলিশদের থাকা খাওয়া নিয়ে ভারতে টানাটানি

0
15

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফর শেষ করে ভারতে গিয়ে কি যন্ত্রণায়ই পড়েছে ইংল্যান্ড। দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই ইংল্যান্ডের সফরের খরচ দেবে না, তবে কে নিবে সে দায়ত্বি নিয়েই রীতিমত টানাহেচড়া চলছে ভারতে।

এত সব নাটকীয়তার পরও  ভারতে পৌচেই অপশনাল প্র্যাকটিসের কথা বলে শেষ পর্যন্ত ইংল্যান্ডের দু-দু’টো পূর্ণ প্র্যাকটিস সেশন করেছে। ইংরেজ ব্যাটিংয়ের অন্যতম সেরা স্তম্ভ জো রুটের আগাম হুঙ্কার। সমালোচকদের উদ্দেশ্যে বলে রাখা যে, ইংল্যান্ড চায় তাদের ভুল প্রমাণ করতে। ভারতে ভাল করে। সিরিজে ভাল খেলে।

অন্য দিকে, সিরিজ নিয়ে আচমকা উদ্ভুত জট কিছুটা আলগা হওয়া। অন্তত এটুকু নিশ্চিত হয়ে যাওয়া যে, দু’দেশের মধ্যে সিরিজ নিয়ে ‘মউ’-এর অভাবে সিরিজ আটকাবে না। ইংল্যান্ড ক্রিকেটারদের থাকা, দৈনিক ভাতার ব্যবস্থা যদি হয়ে যায়, তা হলে রাজ্য সংস্থাদের অসুবিধে নেই বাকি খরচ টানতে। কোনও কোনও রাজ্য সংস্থা তো আবার একধাপ এগিয়ে এ-ও বলে দিয়েছে যে, প্রয়োজনে তারা অ্যালিস্টার কুকদের হোটেল বিলও টানবে!

সিরিজ নিয়ে দু’দেশের ‘মউ’ পাঁচ টেস্টের যুদ্ধে কোনও অনিশ্চয়তা তৈরি করবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। এমনিতে বোর্ড ই-মেল করে ইসিবিকে জানিয়ে দিয়েছে যে, তাদের পক্ষে ইংল্যান্ড টিমের খরচ টানা সম্ভব হবে না। ইংল্যান্ড যেন নিজেদের খরচ নিজেরাই মেটায়। ইসিবির তরফ থেকে তা নিয়ে এখনও কোনও সরকারি বক্তব্য পেশ করা হয়নি। কিন্তু দু’দেশের বোর্ডের তরফ থেকে এটুকু বলা হয়েছে যে টেস্ট সিরিজের প্রস্তুতিতে এখনও পর্যন্ত কোনও পরিবর্তন নেই।

ইসিবির মুখপত্র বলেন, ‘‘সিরিজের সূচিতে কোনও বদল হয়নি।’’ ভারতীয় বোর্ডের কোনও কোনও কর্তাও বলেন যে, সিরিজ নিয়ে দু’দেশের মধ্যে ‘মউ’ পরে করলেও চলবে। থাকার খরচ বিশেষ অসুবিধে সৃষ্টি করবে না। কারণ, টিম হোটেলগুলোর সঙ্গে চুক্তি আগে থেকেই হয়ে আছে বোর্ডের। ঝামেলা হতে পারে প্লেয়ারদের দৈনিক ভাতা ঘিরে। যা পঞ্চাশ দিনের সফর ধরলে প্রচুর পাউন্ড দাঁড়াবে। এবং লোঢা কমিশনের অনুমতি ছাড়া সে অঙ্ক ইসিবিকে দিতেও পারবে না বোর্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/আবা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here