নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ দল জিতলেই পুরস্কার পান ক্রিকেটাররা। বড় দলের বিপক্ষে সিরিজ জিতলে থাকে আর্থিক পুরস্কারও। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা হয়েছে, কিন্তু পুরস্কারের ঘোষণা আসেনি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কাল সিরিজ জেতার পর কোনো আর্থিক পুরস্কার ঘোষণা দেননি।
নাজমুল হাসান পাপন অপেক্ষা করছেন বড় অঙ্কের পুরস্কারের ঘোষণা দেওয়ার। তার চাওয়া ইংল্যান্ড ধবলধোলাই করা। হোয়াইটওয়াশ করার পরই তিনি বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেবেন ক্রিকেটারদের। এমনটাই জানা গেছে। প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ।
সিরিজ জিতলেই খেলোয়াড়দের ডাক পড়ে বোর্ড সভাপতির। কথা বলেন, খেলোয়াড়দের আর্থিক পুরস্কার দেন। গতকাল রোববারও সেটাই হয়েছে। সিরিজ জয় নিশ্চিত করেই খেলোয়াড়রা বসেন নাজমুল হাসান পাপনের সাথে। খেলোয়াড়দের সাথে কথা বললেও অন্য সিরিজগুলোর মতো এই সিরিজে আর্থিক পুরস্কার ঘোষণা করেননি তিনি।
বিসিবি বসের চাওয়া ৩-০ ব্যবধানে সিরিজ জয়। বর্তমান চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করলেই বড় অঙ্কের আর্থিক ঘোষণা দেবেন আগামিকাল মঙ্গলবার। সাকিবের দলও নিশ্চয়ই চাইবে ইংলিশদের বাংলাওয়াশ করে প্রথম সিরিজটা স্মরণী করে রাখতে। সেই সাথে মোটা অঙ্কের পুরস্কারও নিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০