স্পোর্টস ডেস্কঃ আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত–ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ। সাদা পোশাকে মাঠের লড়াই শুরুর আগে কথা লড়াই শুরু করেছেন দুই দেশের সাবেকরা। ভারতের হরভজন সিং ইংল্যান্ডকে মনে করিয়ে দিয়েছেন, বাজবল এখানে কাজ করবে না! অন্যদিকে সুনীল গাভাস্কারও হুমকি দিয়ে রেখেছেন ইংলিশদের।
হরভজন হিন্দুস্থান ‘টাইমস’- এর সাথে আলাপকালে বলেন, ‘(ভারতে) বাজবল কাজ করবে না। কন্ডিশন ইংল্যান্ডের জন্য হবে খুবই কঠিন। প্রথম ডেলিভারি থেকেই বল টার্ন করা শুরু করবে এবং দুই দলের স্পিনাররাই সুবিধা পাবে। ইংল্যান্ড তখনই আধিপত্য বিস্তার করতে পারবে যখন তারা এমন উইকেটে খেলবে যেখানে স্পিনারদের জন্য কোনো সহায়তা নেই।’
ইংল্যান্ড সর্বশেষ ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ১২ বছর আগে। ২০১২ সালে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ইংলিশরা। এরপর ইংল্যান্ড দুবার ভারত সফর করে জিতেছে মাত্র ১টিতে। এবার ইংল্যান্ডের সমর্থকেরা আশা করছেন বাজবল আছে বলেই। তবে সেটির পাল্টা হিসেবে ভারতের বিরাটবল আছে বলে দাবি করেছেন হরভজনের স্বদেশী গাভাস্কার।
গাভাস্কার বলেন, ‘বিরাট কোহলির শতক ও অর্ধশতের সংখ্যা একই। অর্থাৎ কোহলির ইনিংসকে পরিণত করার হার ভালো। যেভাবে ও ব্যাট করছে, যে ফর্মে আছে, বাজবল মোকাবিলার জন্য আমাদের বিরাটবল আছে। ইংল্যান্ড গত এক-দুই বছরে টেস্ট ক্রিকেট খেলার নতুন কৌশল নিয়েছে। এটা আক্রমণাত্মক কৌশল, ব্যাটসম্যানরা আক্রমণ করতে চায়। পরিস্থিতির কথা না ভেবে তারা শুধু আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায়। আমি উন্মুখ হয়ে আছি এই কৌশল ভারতের স্পিনারদের বিপক্ষে কাজে লাগবে কি না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post