ইংলিশদের বড় সংগ্রহ তাড়া করছে ভারত

0
14

স্পোর্টস ডেস্ক: রাজকোটে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ করেছে সফরকারী ইংল্যান্ড।  ইংলিশদের আগের দিনের সংগ্রহ ছিলো ৩১১ রান ৪ উইকেট হারিয়ে। বৃহস্পতিবার অলআউট হওয়ার আগে তার সাথে আরও ২২৬ রান যোগ করেছে দলটি।

প্রথম দিনের অপরাজিত ৯৯ রান নিয়ে খেলতে নামা মইন আলী দিনের শুরুতে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক।

স্টোকসকে সাথে নিয়ে ৬২ রানের জুটি গড়ে সাজঘরে ফিরে যাবার আগে দলের রান রেখে যান ৩৪৩ রানে। মইন আলীর সংগ্রহ ছিল ১১৭ রান।

এরপর দলের হাল ধরেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। বেয়ারস্টোকে নিয়ে ৯৯ রানের এক জুটি গড়ে স্টোকস নিজেও টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতকের দেখা পান। ইনিংসে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানটাও তাঁরই। ১২৮ করেন ২৩৫ বলে খেলে। বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ৪৬ রান এবং জাফর আনসারি করে ৩২ রান।

ভারতীয় বোলারদের মধ্যে জাদেজা ৩টি, অশ্বীন, যাদব আর সামি তুলে নেন দুটি করে উইকেট। বাকী একটি উইকেট যায় অমিত মিশ্রর ঝুলিতে।

দিনশেষে ব্যাটিংয়ে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৬৩ রান। দীর্ঘ চার বছর পর ভারতের হয়ে সাদা পোষাক পরে মাঠে নামা গৌতম গম্ভীর অপরাজিত আছেন ২৮ রানে আর মুরলী বিজয়ের সংগ্রহ অপরাজিত ২৫ রান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটক/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here