নিজস্ব প্রতিবেদকঃ ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বাংলাওয়াশের তিক্ততা দিয়েছে বাংলাদেশ দল। সিরিজের শেষ টি-টোয়েন্টি জিতে ৩-০ ব্যবধানে ট্রফি নিজেদের কাজে রেখে দিয়েছে স্বাগতিকরা। সিরিজজুড়েই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সেরা পারফম্যান্স দেখিয়েছে সাকিব আল হাসানের দল। আর তাই ব্যক্তিগত পুরষ্কারেও বাংলাদেশের দাপট।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের নায়ক লিটন দাস। ব্যাট হাতে ৭৩ রানের ইনিংস খেলেছেন এই তারকা। ৫৭ বলের ইনিংসে হাঁকিয়েছেন ১০ বাউন্ডারি ও ১ ছয়। ব্যাট হাতে দারুণ পারফম্যান্স দেখিয়েই দলের রান বাড়াতে সাহায্য করেছিলেন তিনি। আর তাই ম্যাচ সেরার পুরষ্কারও তার হাতেই উঠেছে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জুড়েই ব্যর্থ ছিলেন লিটন। ওয়ানডেতে প্রথম ম্যাচে মাত্র ৭ রান করেছিলেন। এরপরের দুই ম্যাচে ডাক মেরেছেন। টি-টোয়েন্টি সিরিজেও, প্রথম ম্যাচে মাত্র ১২ ও দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৯ রান।
তবে সিরিজের একেবারে শেষ ম্যাচে এসে হাসলো লিটনের ব্যাট। চলতি বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে দেখা পেয়েছেন প্রথম ফিফটি। একইসাথে খেলেছেন আন্তর্জাতিক ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ইনিংস।
Discussion about this post