স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে যখন ধুঁকছিল ভারত, তখন দলের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন রবীন্দ্র জাদেজা ও ঋষভ পন্ত। দলীয় ৯৮ রানেই যখন প্রথম সারির পাঁচ ব্যাটার ফিরে গিয়েছিলেন প্যাভিলিয়নে, তখনই উইকেটে দাঁড়ান এই দুজন। পন্ত ও জাদেজার ২২২ রানের অনবদ্য জুটিই দলকে রক্ষা করেছিল।
শুধুমাত্র রক্ষাই নয়, বড় এক সংগ্রহ এনে দেয় প্রথম ইনিংসে। আর সেখানে ব্যক্তিগতভাবে দুজনই হাঁকান সেঞ্চুরি। টি-টোয়েন্টি স্টাইলের ব্যাটিংয়ে ১১১ বলে ১৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১৪৬ রানের দারুণ এক ইনিংস খেলেন পন্ত। কম যাননি জাদেজাও। ১৯৪ বলে ১৩ বাউন্ডারিতে খেলেন ১০৪ রানের ইনিংস।
জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটসদের সামলে এই সেঞ্চুরিতে বেশ উচ্ছ্বসিত জাদেজা। বাঁহাতি স্পিন অলরাউন্ডার জানিয়েছেন, এই সেঞ্চুরি তাকে আত্মবিশ্বাস জোগাবে। বিশেষ করে এই ইংলিশ কন্ডিশনে সেঞ্চুরি হাঁকিয়ে খুব ভালো লাগছে তার।
জাদেজা বলেন, ‘সত্যি বলতে, আমি কিছুটা আত্মবিশ্বাস পেয়েছি (সেঞ্চুরি হাঁকিয়ে)। বিশেষ করে ইংল্যান্ডের মতো কন্ডিশনে সেঞ্চুরি করতে পেরে…। এটি করতে পেরে খুব ভালো লাগছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা