স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষেও টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতেছিলেন তিনি। মঙ্গলবারও টস জিতলেন সাকিব। টস জেতা বাংলাদেশ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের ধর্মশালায় বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে টাইগারদের একাদশে একটি পরিবর্তন এসেছে। নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তার জায়গায় বোলিং শক্তি বাড়াতে শেখ মেহেদি হাসানকে অন্তর্ভুক্ত করেছে তারা। ইংল্যান্ড রিস টপলিকে এনেছে মঈন আলীর জায়গায়। মঈন কিন্তু দলের সহ-অধিনায়কও।
বাংলাদেশ একাদশঃ লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশঃ জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০