স্পোর্টস ডেস্ক:: মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপে থাকলেন রাইলী রুশো। আরেকটুর জন্য সেঞ্চুরি হলো না। তার আগেই শেষ হয়ে গেলো ইনিংস। অপরাজিত থাকলেও সেঞ্চুরি না হওয়ার আক্ষেপ নিয়ে তিনি ফিরলেন ড্রেসিংরুমে। ইংলিশ বোলারদের পিটিয়ে দক্ষিণ আ্ফ্রিকার ব্যাটাররা মাত্র ৩ উইকেট হারিয়ে তুলেছেন ২০৭ রান।
টস হেরে ব্যাট করতে নামা প্রোটিয়া ব্যাটাররা দারুণ ব্যাট করেছেন। নির্ধারিত ওভা শেষে ৩ উইকেটে ২০৭ রান তুলে দলটি। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হয়নি রুশোর। ৯৬ রানে থেকেছেন অপরাজিত। দশ চার আর পাঁচ ছক্কায় সাজিয়েছেন ৫৫ বলের ইনিংসটি। দ্বিতীয় ম্যাচেও দারুণ ব্যাট করেছেন রেজার্ড হ্যানড্রিকস। তিন চার ও দুই ছয়ে ৩২ বলে ৫৫ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।
প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক করেছেন ১৫ রান। ১৯ রান করেছেন হেনরিক কালাসন। ১৫ রানে অপরাজিত থাকেন ট্রিস্টাস স্টাবুস। তার সঙ্গী হন ৯৬ রানে অপরাজিত থাকা রুশো।
ইংল্যান্ডের হয়ে মঈন আলী, রিচার্ড ও ক্রিস জর্ডান ১টি করে উইকেট লাভ করেন।
সিরিজ নিশ্চিত করতে হলে ইংলিশদের ২০৮ রান করতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০