স্পোর্টস ডেস্কঃ পর্দা নামলো অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে শেফালি ভর্মার দল। ইংলিশরা পাত্তায়ই পায়নি ভারতের মেয়েদের কাছে।
পচেফস্ট্রুমে রোববার অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে পড়ে ইংল্যান্ডের মেয়েরা। সর্বোচ্চ ২৪ বলে ৩ বাউন্ডারিতে ১৯ রান করেন রায়ানা ম্যাকডোনাল্ড। এর বাইরে বলার মতো রান করতে পারেননি আর কেউই।
ভারতের হয়ে বল হাতে সবাই অবদান রেখেছেন। তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া শিকার করেন ২টি করে উইকেট। এর বাইরে মান্নাত কাশ্যপ, অধিনায়ক শেফালি ও সোনম যাদব ১টি করে উইকেট লাভ করেন।
মাত্র ৬৯ রানের লক্ষ্য টপকাতে গিয়েও অবশ্য শুরুর দিকে ঝক্কি পোহাতে হয় ভারতকে। তবে সময়ের সাথে সাথে জয়ের পথে ছুটেছে দলটি। বিশেষ করে তৃতীয় উইকেটে সৌম্য ও তৃষার ৪৬ রানের জুটি সহজ করে দেয় জয়। এই জুটি ভাঙলেও, শেষ পর্যন্ত ৩৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় ভারতের।
দলের পক্ষে ৩৭ বলে তিন বাউন্ডারিতে সর্বোচ্চ ২৪ রান করে অপরাজিত থাকেন সৌম্য। ২৯ বলে ৩ বাউন্ডারিতে ২৪ রান করেন তৃষা। এর বাইরে ১টি করে ছয় ও চারের মারে ১৫ রান আসে অধিনায়ক শেফালির ব্যাট থেকে।
ইংল্যান্ডের হয়ে হান্নাহ বেকার, গ্রেস ও অ্যালেক্সা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post