স্পোর্টস ডেস্কঃ নারীদের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অস্ট্রেলিয়ার সিডনিতে হওয়া ফাইনালে ১-০ গোলে জিতেছে স্প্যানিশরা। এই প্রথম নিজেদের ফুটবল ইতিহাসে নারীদের বিশ্বকাপ জিতল স্পেন। ৭৬ হাজার দর্শকের সামনে ম্যাচের ফল নির্ধারণী একমাত্র গোলটি এসেছে স্পেন অধিনায়ক ওলগা কারমনার পা থেকে।
সিডনি স্টেডিয়ামে রোববারের ফাইনালে ইংল্যান্ডকে কাঁদিয়েছে স্পেনের মেয়েরা। তাদের সামনেও প্রথম বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছানি দিচ্ছিল। তবে ইংল্যান্ড সেটা পারেনি। শেষ পর্যন্ত বিশ্ব জয় করেছে স্পেন।
ম্যাচের একমাত্র গোলটি আসে ২৯তম মিনিটে। সতীর্থের পাস থেকে বল পেয়ে বক্সের ভেতরে কোনাকুনি শটে গোল করেন কারমনা। যা নির্ধারণ করে দেয় ট্রফির ভাগ্য। এর বাইরে আর কোনো গোলই হয়নি ম্যাচে। যদিও ম্যাচে ফিরতে চেষ্টার কমতি রাখেনি ইংলিশরা।
এদিকে ব্যবধানটা আরও বাড়াতে পারত স্পেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি দলটি। জেনিফার এরমোসোর শট ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক। তবে সেই গোল মিস কাল হয়নি শেষ পর্যন্ত। জয় নিয়েই মাঠ ছেড়ে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা।
এর আগে নারীদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে যুক্তরাষ্ট, জার্মানি, জাপান ও নরওয়ে। এবার পঞ্চম দল হিসেবে সেই তালিকায় নিজেদের নাম লেখাল স্পেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা