স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি ইংল্যান্ডকে দাওয়াত দিয়ে নিয়েছে সিরিজ খেলার জন্য। অথচ কি অদ্ভুত আচরণ করছে ভারতীয় বোর্ড।
ইংল্যান্ডের ভারত সফরকালীন কোচ খরচ বহন করতে পারবে না ভারত। বিসিসিআই ইসিবিকে বিষয়টি জানিয়ে ইতিমধ্যে ইমেইর করেছে। বাংলাদেশের কাছে দুই টেস্ট ম্যাচ সিরিজের শেষটিতে হেরে ভারত সফরে গিয়ে বিপাকেই পড়েছে ইংল্যান্ড দল।
এই সফরে ইংল্যান্ড দলেকে নিজেদের খরচ নিজেদেরকেই বহন করতে হবে! এমনই এক অনুরোধ জানিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ক্রিকেটীয় রীতির বাইরে গিয়ে এ কাজটি করছি ভারত। ক্রিকেট ইতিহাসে কোনো দেশ ক্রিকেট খেলতে অন্য দেশে গেলে সাধারণত স্বাগতিক দেশের বোর্ডই তাদের সমস্ত ব্যয়ভার বহন করে। কিন্তু বিসিসিআই ও লোধা কমিটির সংঘাতের জের ধরেই ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত এমনটা ঘটতে যাচ্ছে।
ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজার ফিল নেলকে খেলা চিঠিতে বিসিসিআই সচিব অজয় শিরকে লিখেছেন, ‘ডিয়ার ফিল, আমি আপনাদের ভারত সফরে উষ্ণ অভর্থ্যনা জানাচ্ছি। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমান পরিস্থিতিতে চুক্তি অনুয়ারী বিসিসিআই কুকদের ভারত সফরের খরচ মেটাতে পারছে না। বিসিসিআই-এর পক্ষ থেকে এর জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।’
গেল মাসের শুরুর দিকে বিসিসিআইয়ের সব কাজকর্ম তদারকিতে রাখা হয় লোধা কমিটিকে। দায়িত্ব পালনের শুরুতেই বিসিসিআইয়ের বাৎসরিক খরচের দিকে আঙুল তুলে এই কমিটি। লোধা কমিটির এই কাজের প্রতিবাদ স্বরূপ নিউজিল্যান্ড-ভারত টেস্ট বন্ধও করে দিতে চেয়েছিল বিসিসিআই। তখন আপাতত আদালতে যেতে হবে না, লোধা কমিটির এমন ঘোষনায় সিরিজ চালিয়ে যেতে সম্মত হয় ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
পাঁচ টেস্টের সিরিজ খেলতে দুদিন আগেই বাংলাদেশ থেকে ভারতে পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সূচি অনুযায়ী আগামী ৯ নভেম্বর রাজকোটে প্রথম টেস্টম্যাচ খেলতে নামবে ভারত-ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজ ছাড়াও তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ইংলিশরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০