স্পোর্টস ডেস্কঃ চরম নাটকীয়তা বললেও ভুল হবে না! অবিশ্বাস্য এক টেস্ট ম্যাচ হয়ে গেল ওয়েলিংটনে। বেন স্টোকস আর ব্রেন্ডন ম্যাককালামের হাত ধরে পাল্টে যাওয়া দুর্দান্ত ইংল্যান্ড দলকে মাত্র ১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ১ রানের জয় দেখা গেল। সবশেষ ৩০ বছর আগে এমন ঘটনা প্রথম ঘটেছিল। ১৯৯৩ সালে সেবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ১ রানে হারিয়েছিল উইন্ডিজ দল। আর ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সেই কীর্তির জন্ম দিল নিউজিল্যান্ড। ফলো অনে পড়েও, ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিয়েছে কিউইরা। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য যেন একেই বলে!
২৫৮ রানে জয়ের লক্ষ্যে আগের দিন ১১ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৪৮ রানে দিন পার করেছিল ইংল্যান্ড। দলটির জন্য পঞ্চম দিনে জয়ের সমীকরণ তুলনামূলক সহজ ছিল। কেননা ২১০ রান প্রয়োজন ছিল আর হাতে ছিল ৯ উইকেট।
কিন্তু সেখান থেকে আজ ব্যাটিংয়ে নেমে ৭৪.২ ওভারে ২৫৬ রানে অলআউট হয়ে পড়েছে ইংলিশরা। জয়ের একেবারে কাছে গিয়েও মাত্র এক রানের হার দেখেছে দলটি। অথচ দলীয় ৮০ রানে যখন ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দল, তখনই আগলে দাঁড়ান সাবেক অধিনায়ক জো রুট ও অধিনায়ক বেন স্টোকস। ১২১ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন দুজন।
তবে এক রানের ব্যবধানে দুজনই ফিরলে ফের বিপর্যয়ে পড়ে ইংলিশরা। শেষ দিকে বেন ফোক্স একা লড়লেও, কোনো কাজ হয়নি। তীরে এসে তরি ডুবে ইংল্যান্ড দলের। একবারে কাছে গিয়ে হার দেখে। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন রুট। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ১১৩ বলে ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজান নিজের ইনিংস। অল্পের জন্য মিস করেন সেঞ্চুরি। বেন ফোক্স দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন। এর বাইরে ৩৩ রান করে করেন স্টোকস ও বেন ডাকেট।
নিউজিল্যান্ডের হয়ে দারুণ বোলিং করেন নেইল ওয়াগনার। একাই শিকার করেন ৪ উইকেট। টিম সাউদির ঝুলিতে পড়ে ৩ উইকেট। ম্যাট হেনরি নেন ২টি উইকেট।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৪৩৫ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। দলের পক্ষে হ্যারি ব্রুক ১৮৬ ও জো রুট ১৫৩ রান করেন। এর বাইরে আর কেউ বলার মতো রান করতে পারেননি। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২০৯ রানে অলআউট হয়ে পড়ে কিউইরা। অধিনায়ক সাউদি সর্বোচ্চ ৭৩ রান করেন। ৩৮ রান আসে টম ব্লান্ডেলের ব্যাট থেকে।
ফলো অনে পড়ে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয় নিউজিল্যান্ডকে। তবে এবার ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে দলটি অলআউট হয় ৪৮৩ রানে। ইংল্যান্ডকে ছুঁড়ে দেয় ২৫৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। দলের পক্ষে ১৩২ রানের দারুণ ইনিংস খেলেন সাবেক অধিনায়ক উইলিয়ামসন। ব্লান্ডেলের ব্যাট থেকে আসে ৯০ রান। টম লাথাম ৮৩, ডেভন কনওয়ে ৬১ ও ড্যারিল মিচেল ৫৪ রান করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post