স্পোর্টস ডেস্কঃ হাঙ্গেরির বিপক্ষে উয়েফা নেশন্স লিগ শুরু করা ইংল্যান্ড এবারো হারতে বসেছিল। তবে জার্মানি বিপক্ষে হ্যারি কেইনে মান রক্ষা হয় থ্রি-লায়ন্সদের। বুধবার রাতে জার্মানদের বিপক্ষে কেইনের শেষ মূহুর্তের গোলে ড্র করল গ্যারেথ সাউথগেটের দল।
আলিয়াঞ্জ অ্যারেনায় ‘সি’ গ্রুপের ম্যাচটিতে ইয়োনাস হফমানের গোলে জার্মানি এগিয়ে যাওয়ার পর শেষদিকে এসে পেনাল্টিতে সমতা টানেন কেইন। ইংল্যান্ডের হয়ে এটি তার ৫০তম গোল। ৫৩ গোল নিয়ে টটেনহ্যাম ফরোয়ার্ডের চেয়ে এগিয়ে আছেন শুধু সাবেক ম্যান ইউ তারকা ওয়েন রুনি।
বিরতির পরই জার্মানি এগিয়ে যায় ইয়োনাসের গোলে। তাতে সফরকারীদের হতাশা আরও গাঢ় হওয়ার শঙ্কাই তাড়া করে ফিরছিল। সময় গড়িয়ে গেলেও গোলের দেখা যে মিলছিল না! ৮৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইংলিশরা। ডি-বক্সে কেইনকে পেছন থেকে ফাউল করে বসেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। নিখুঁত স্পট কিকে জাতীয় দলের হয়ে ৫০তম গোলটি করেন কেইন।
দুই ম্যাচে দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ৩ টেবিলের তিনের জার্মানি। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড। সেসেনায় হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে ইতালি। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি।
জার্মানি নারী দলের জার্সি পরে ম্যাচটা খেলেছেন টমাস মুলার–নয়্যাররা। মেয়েদের ইউরো সামনে রেখে জার্মানি নারী জাতীয় দলকে সমর্থন দিতে অভিনব এই পরিকল্পনা করা হয়।