স্পোর্টস ডেস্কঃ ইউরোয় আজ ইংল্যান্ডকে রুখে দিল ডেনমার্ক। গ্রুপ ‘সি’তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে ১–১ গোলে। এ ম্যাচ জিতলে জামার্নির পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকিট পেতে পারত ইংলিশরা। কিন্তু পয়েন্ট হারানোয় এখন গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্যারেথ সাউথগেটের দলকে।
১৩ মিনিটে দারুণ একটি সুযোগ এসেছিল ইংলিশ তারকা ফিল ফোডেনের সামনে। তবে তাঁর শট চলে বারের ওপর দিয়ে। ১৮ মিনিটে অবশ্য ইংল্যান্ডকে ঠিকই গোল এনে দেন হ্যারি কেন। ডান প্রান্তে প্রতিপক্ষ খেলোয়াড় ভিক্টর ক্রিস্টিনসেনের সামনে থেকে ছোঁ মেরে বল ছিনিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ পাসটি বাড়ান কাই ওয়াকার। সেখান থেকে এই গোল করেন ইংলিশ অধিনায়ক।
গোল হজমের পর নিজেদের দাপুটে ফুটবলে ম্যাচের ৩৪ মিনিটে গোল পায় ডেনমার্ক। বক্সের বেশ বাইরে থেকে মর্টেন হিলমান্ডের নেওয়া দুর্দান্ত শট ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে জালে জড়ালে ম্যাচে ফেরে ডেনিশরা। বিরতির পর দুই দলই চেষ্টা করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার। তবে কোনো দলেই এককভাবে আধিপত্য তৈরি করতে পারেনি এ সময়। ৫৬ মিনিটে ফোডেনের শট ফিরে আসে পোস্টে লেগে। ৭১ মিনিটে দারুণ এক সুযোগ এসেছিল ওলি ওয়াটকিনসের সামনে। তবে গোল করতে পারেন নি তিনি। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে ফেবারিট ইংল্যান্ডকে। এ ড্র’য়ে ১ পয়েন্ট নিয়ে নকআউট ওঠার পথে আরেক ধাপ এগিয়ে গেল সাউথগেটের দল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষেই আছে তারা। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডেনমার্ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post