স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ২৭ রানে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা। এই জয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার আশাটাও বাঁচিয়ে রাখল তারা।
ব্লুমফন্টেইনে আগে ব্যাট করে ২৯৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ছয় মাস পর ওয়ানডেতে ফিরেই আলো ছড়ান রাসি ফন ডার ডাসেন। তার দারুণ সেঞ্চুরিতে বড় পুঁজি গড়ে স্বাগতিকরা। ১১১ রান করেন ডাসেন। ১ ছক্কা ও ৬ চারে সাজান তার ১১৭ বলের ইনিংসটি। ডেভিড মিলার ১ ছক্কা ও চারটি চারে ৫৩ রান করেন। এছাড়া ওপেনার কুইন্টন ডি কক ৩৬ ও অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৩৭ রান।
ইংল্যান্ডের হয়ে ৬৭৮ দিনের মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় গতি তারকা জোফরা আর্চারের। তবে প্রত্যাবর্তন সুখের হয়নি দীর্ঘদেহী এই পেসারের। ১০ ওভার বল করে ১ উইকেট পেলেও হজম করেছেন ৮১ রান। ওয়ানডে ক্রিকেটে এর চেয়ে বেশি রান হজম এর আগে করেননি তিনি। ৩ উইকেট নেন স্যাম কারেন। ১ টি করে উইকেট নেন মইন আলি, আদিল রশিদ ও ওলি স্টোন।
লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন জেসন রয় ও ডেভিড মালান। তবে এরপরই ঘটে ছন্দপতন। ১২ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড। মালানকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন মালাগা। ৫৫ বলে ৫৯ রান করেন এই ইংলিশ ওপেনার। বেন ডাকেট, হ্যারি ব্রুক দ্রুত ফিরলে চাপে পড়ে সফরকারীরা। মাত্র ৯১ বলে ১১৩ রান করে আউট হন রয়। তাঁর ইনিংসে ছিল ১১ চার ও ৪ ছক্কার মার। ৪২ বলে ৩৬ রান করেন অধিনায়ক জস বাটলার।
দারুণ শুরু পাওয়ার পর মাগালা ও এনরিখ নর্কিয়ার বোলিংয়ের কোনো জবাবই যেন ছিল না ইংলিশ ব্যাটারদের। নর্কিয়া ৪ ও মাগালা নেন ৩ উইকেট। এদিন ৪ উইকেটে ১৯৬ থেকে ২৫০ রানে যেতে ইংল্যান্ড হারিয়ে ফেলে ৭ উইকেট। এ পরিস্থিতি থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংলিশরা। থেমে যায় ২৭১ রানেই। আগামী রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post