স্পোর্টস ডেস্ক: ভারতের অাহমেদাবাদে ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে কাবাডি বিশ্বকাপের তৃতীয় আসর। এই আসরে শনিবার ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। এক দিন আগেই শুক্রবার ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দলের কাছে হেরেছে বাংলাদেশ। তার পরদিনই শনিবার ভারতে কাবাডি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ।
টুর্ণামেন্টের দুই গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করছে স্বাগতিক ভারতসহ মোট আটটি দল।
তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। বিশ্ব কাবাডি রেঙ্কিয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এশিয়াতে তৃতীয়।
৮ অক্টোবর ভারতের অাহমেদাবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ কাবাডি দল।
খেলায় ইংল্যান্ডকে ৫২-১৮ পয়েন্টে হারিয়ে টুর্ণামেন্টে শুভ সূচনা করলো বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪