স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডকে হারিয়ে দারুণ ভাবে কাবাডি বিশ্বকাপ মিশন শুরু করেছিলো বাংলাদেশ। তবে যেতে পারলো পরবর্তী রাউন্ডে। বিশ্বকাপ কাবাডির তৃতীয় অাসর থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশের পালোয়ানরা।
নিজের তৃতীয় ম্যাচে এসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩২-৩৫ পয়েন্টে পরাজিত হয়েছে বাংলাদেশ।
ভারতের অাহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচের শেষ মূর্হতেই মূলত কপাল পুড়েছে বাংলার জোয়ানদের।
শেষ ৪ মিনিটে ৪-৫ পয়েন্ট হারিয়েই বিপাকে পড়ে বাংলাদেশ। ফলে পরাজয়টা নিশ্চিত হয়ে যায়। এই হারের ফলে এই আসর থেকে কোন পদকের সম্ভাবনা আর নেই বাংলাদেশের।
এর আগে গত শুক্রবার ইংল্যান্ডকে হারিয়ে দারুণ ভাবে বিশ্বকাপ মিশন শুরু করে ছিলো বাংলাদেশ কাবাডি দল।
তবে, এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে অস্ট্রেলিয়া এবং অার্জেন্টিনার মোকাবিলা করবে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪