স্পোর্টস ডেস্কঃ রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে চড়ে ইংল্যান্ডের বিপক্ষে ভালো সংগ্রহ পেয়েছে ভারত। ফাইনালে যেতে হলে জস বাটলারদের করতে হবে ১৭২ রান। টস হেরে ব্যাটিংয়ে নেমে আরও একবার ব্যর্থ হন বিরাট কোহলি। দলীয় ১৯ রানে ব্যক্তিগত ৯ রান করে ট্রপলির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এবারের আসরে এখন পর্যন্ত কোহলি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক রোহিত শর্মা-রিশভ পান্তকে সঙ্গী করে ২১ রান যোগ করেন। দলীয় ৪০ রানের সময় ৪ রান করে বিদায় নেন পান্ত। তৃতীয় উইকেটে সূর্যকুমারকে সঙ্গে নিয়ে ৭৩ রানে গুরুত্বপূর্ণ জুটি গড়েন রোহিত। দলীয় ১১৩ রাতে আদিল রশিদের বলে বোল্ড হয়ে ফেরেন রোহিত। তার আগে অবশ্য ৩৯ বলে ২ ছক্কা ও ৬ চারে ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন ভারতের হিটম্যান। এটি ছিল রোহিতের ৩২তম হাফসেঞ্চুরি।
ফিফটি করার সুযোগ ছিল সূর্যকুমারের সামনেও। কিন্তু অর্ধশতক করতে পারেননি তিনি। ৩৬ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন সূর্যকুমার। তাকে ফিরিয়েছেন জোফরা আর্চার। এরপর ভারতকে বড় ধাক্কাটা দেন ক্রিস জর্ডান। পরপর দুই বলে হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবেকে প্যাভিলিয়নে ফেরান ইংলিশ এ পেসার। শেষদিকে ৯ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের হয়ে ৩ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন ক্রিস জর্ডান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post