স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচের এক ইনিংস শেষ হতেই ‘বি’ গ্রুপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলো দুই দল। অস্ট্রেলিয়া আগেই শেষ চার নিশ্চিত করেছে। বাকী ছিলো দক্ষিণ আফ্রিকা নাকি আফগানিস্তান। আফগানিস্তানকে সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডকে অন্তত ২০০ রানে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হতাে। প্রোটিয়ারা ইংল্যান্ডকে ১৭৯ রানে অলআউট করে নিজেদের শেষ চার নিশ্চিত করেই ব্যাটিংয়ে নামছে। তাতে করে আফগানিস্তানের বিদায় হয়ে গেছে।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ড মুল্ডার ও ইয়ানসেনের বোলিং তোপে ৩৮.২ ওভারে মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায়। দলটির কোনো ব্যাটারই প্রোটিয়াদের প্রতিরোধ করতে পারেননি। আগের দুই ম্যাচও হেরেছিলো ইংলিশরা। শান্তনার জয়ের জন্য মাঠে নেমেও ব্যাটিং ব্যর্থতায় শেষ হয়েছে তাদের ইনিংস।
প্রোটিয়াদের দুর্দান্ত বোলিংয়ের দিনে জো রুট ক্রিশের কোটা পেরুতে পেরেছেন। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেছেন তিনি ৪৪ বলে চার চার ও এক ছক্কায়। ২৪ রান করেছেন ওপেনার বেন ডাকেট। চারটি বাউন্ডারিতে ২১ বল খেলেছেন তিনি। ৪৩ বলে ২১ রান করেছেন অধিনায়ক জস বাটলার। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন পেসার জোফ্রা আর্চার।
সাউথ আফ্রিকার হয়ে মুল্ডার ও ইয়ানসেন তিনটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০