স্পোর্টস ডেস্কঃ দেখতে দেখতে পর্দা নামল নারীদের ইউরোর। রোববার ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো এবারের আসর। ফাইনালের মহারণে মুখোমুখি হয় ইংল্যান্ড ও জার্মানি। ইউরোর সেই ফাইনাল অনুষ্ঠিত ইংল্যান্ডের বিখ্যাত স্টেডিয়াম ওয়েম্বলিতে।
আর সেই মাঠে ইতিহাস গড়ে ইংল্যান্ডের মেয়েরা। ঘরের মাঠে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে ইংলিশরা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরো জিতে ইংল্যান্ডের মেয়েরা, সেটাও আবার ঘরের মাঠে। যা নিয়ে কিনা উচ্ছ্বাসের শেষ নেই স্বাগতিকদের।
একইসাথে জার্মানির বিপক্ষে ২০০৯ সালে দশম আসরের ফাইনালে ৬-২ গোলে বিধ্বস্ত হওয়ার প্রতিশোধও নেয় ইংল্যান্ড। আর ১৯৬৬ সালে পুরুষ দলের বিশ্বকাপ জয়ের ৫৬ বছর পর ফুটবলে এই প্রথম কোনো বড় শিরোপা দেখল তারা। গেল বছর ইতালিকে হারিয়ে এই ওয়েম্বলিতেই ইউরো জেতার সুযোগ ছিল ইংল্যান্ড জাতীয় পুরুষ দলের। তবে ফাইনালে হেরে সেই স্বপ্ন ভঙ্গ হয় স্বাগতিকদের। এবার সেটি পূরণ করল নারী দল।
তবে সব ছাপিয়ে এই ম্যাচে গড়েছে ভিন্ন এক রেকর্ড। রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন ৮৭ হাজার ১৯২ জন দর্শক। নারী ও পুরুষ ইউরোতে স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করার ক্ষেত্রে এটি একটি রেকর্ড। এর আগে এত সংখ্যক দর্শক মাঠে উপভোগ করেননি। যার ফলে ওয়েম্বলিতে গড়েছে নতুন রেকর্ড।
এর আগে ১৯৬৪ সালে পুরুষদের ইউরোতে সর্বোচ্চ ৭৯ হাজার ১১৫ জন দর্শক উপস্থিত ছিল। রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেন ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যকার ম্যাচে সেই দর্শকের উপস্থিতি ছিল। এতদিন পর্যন্ত ইউরোর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক দর্শকের রেকর্ড ম্যাচটির দখলে ছিল। তবে এবার সেটি পাল্টে গেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা