ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন স্টোকস-রুট-বেয়ারস্টোরা

0
7

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড ও ভারতের মধ্যকার স্থগিত সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ শুরু হয়েছে শুক্রবার থেকে। এজবাস্টনে এই ম্যাচ শেষেই দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে। আর সেই দুটি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সবশেষ নেদারল্যান্ডস সফরের দল থেকে বাদ পড়েছেন কয়েকজন ক্রিকেটার। ডেভিড পেইন, লুক উড বাদ পড়েছেন। দারুণ পারফর্ম করলেও জায়গা হারিয়েছেন ডেভিড মালান। হজ পালন করতে ছুটি নিয়েছেন আদিল রশিদ। আর অবসরে চলে যাওয়ায় স্কোয়াডে নাম নেই ইয়ন মরগানের।

বিপরীতে এই সিরিজ দিয়ে ওয়ানডেতে ফিরছেন বেন স্টোকস, জনি বেয়ারস্টো ও জো রুট। এছাড়া জায়গা পেয়েছেন ক্রেইগ ওভারটন।

টেস্ট সিরিজ শেষে আগামী ৭ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর সেটি শেষ হবে ১০ জুলাই। পরবর্তীতে ১২ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। কিয়া ওভালে হবে প্রথম ম্যাচ। ১৪ জুলাই দ্বিতীয় ম্যাচ আয়োজিত হবে লর্ডসে। আর সবশেষ তৃতীয় ওয়ানডে আয়োজিত হবে ওল্ড ট্র্যাফোর্ডে, ১৭ জুলাই।

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, ক্রেইগ ওভারটন, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিনসন, জেসন রয়, জো রুট, ফিল সল্ট, বেন স্টোকস, রিচি টপলি ও ডেভিড উইলি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here