ইংল্যান্ডের ক্রিকেটারদের বিপিএলে আসতে বললেন মঈন আলী

0
26

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন্স (পিসিআই) ইংলিশ ক্রিকেটারদের বাংলাদেশে বিপিএলে আসতে নিষেধ করেছে। তবে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ইংলিশ ক্রিকেটারদের বিপিএলে আসতে বললেন।

নিরাপত্তার কারণ দেখিয়ে পিসিআই ক্রিকেটার নিষেধাজ্ঞা দিলেও ইতি মধ্যে অনেক ক্রিকেটার আসার জন্য সম্মতি জানিয়েছেন। আর মঈন আলী জানালেন, বাংলাদেশে এসে তরা যথেষ্ট নিরাপত্তাবোধ মনে করছেন। বিপিএলে ইংলিশ ক্রিকেটাররা আসলেও পর্যাপ্ত নিরাপত্তা পাবে। এজন্য তাদের আসা উচিত।

পিসিআই বলেছে, ইংল্যান্ড জাতীয় দল যে মানের নিরাপত্তা পাচ্ছে, বিপিএলের সময় সেটি নাও থাকতে পারে। তবে এরই মধ্যে বাংলাদেশে বেশ কিছুদিন কাটিয়ে দেওয়া মঈন আলী সতীর্থদের আশ্বস্ত করছেন। বলছেন, অনায়াসে বিপিএলেও খেলতে আসতে পারেন ইংলিশ ক্রিকেটাররা।

বাংলাদেশে ইংল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থাকে ‘এ পর্যন্ত পাওয়া সেরা’ বলে আখ্যা দিয়ে মঈন বলেছেন, ‘আমার মতে সবকিছু ভালোই মনে হচ্ছে। সত্যি বলতে কি, নিরাপত্তার দিক দিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সেরাটাই আমরা এখানে পেয়েছি। অন্য দেশকে এর চেয়ে ভালো নিরাপত্তা দিতে হলে বেশ কষ্টই করতে হবে। এখন পর্যন্ত আমাদের দারুণভাবেই দেখভাল করা হচ্ছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here