স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। টানা চতুর্থসহ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রোববার ভারতের কাছে ১০০ রানে হেরে যাওয়া ইংল্যান্ড এখন পয়েন্ট তালিকার ১০ নম্বরে। জস বাটলারদের এমন হাল বিশ্বাসই করতে পারছেন না সাবেক অধিনায়ক নাসের হুসেইন।
এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে শুরু করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৩৭ রানে হারিয়ে মনে হচ্ছিল তারা ঘুরে দাঁড়াতে যাচ্ছে। কিন্তু এরপর বিপর্যয় যেন আরও আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে দলটাকে। একের পর এক বাজে হার। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার পর ভারতের কাছে হেরেছে তারা। ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপটা কাটাচ্ছে বাটলারের দল।
নিজ দেশের এমন বাজে পারফর্মেন্সে বেশ হতাশ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের। তিনি বলেন, ‘যে দলে এত প্রতিভা, যে দলে বেন স্টোকস আছেন, জস বাটলার আছেন, জো রুট, আদিল রশিদরা আছেন, সেই দল কীভাবে বিশ্বকাপে এতগুলো ম্যাচ হারে। সেই দল কীভাবে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারে, যেখানে পরের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়!’
নাসের আরও বলেন, ‘বিশ্বকাপ যত গড়িয়েছে, ইংল্যান্ডের খেলোয়াড়েরা ভুলের মাত্রা বাড়িয়েছে। এমনকি দল নির্বাচনেও টিম ম্যানেজমেন্ট একের পর এক ভুল করে গেছে। আগে বোলিং করে যেকোনো দিনের চেয়ে ভালো বোলিং করেছিল ইংল্যান্ড। সবকিছু পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছিল। বাটলারের অধিনায়কত্বও ছিল দারুণ। যদিও ভারতকে কিছুটা কঠিন উইকেটে ব্যাটিং করতে হয়েছিল। কিন্তু আমি ভেবেছিলাম ফ্লাডলাইটের আলোয় শিশিরের কারণে ইংল্যান্ডের ব্যাটিং করাটা কিছুটা সহজ হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post