‍লর্ডস টেস্টে ইংল্যান্ডের হয়ে মাঠে নামলেন সিলেটের ছেলে রবিন

    0
    21

    কাইয়ুম আল রনি:: ক্রিকেটের তীর্থস্থান ঐতিহাসিক লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ট টেস্ট। ঐতিহাসিক মাঠটিতে ইংল্যান্ডের জার্সিতে কিউদের বিপক্ষে মাঠে নেমেছে সিলেটের সুনামগঞ্জের ছেলে রবিন জেমস দাস। রবিনের বড় ভাই জয় জেমস দাস সুনামগঞ্জ জেলা অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলেছেন। খেলছেন কাউন্ট ক্রিকেটেও।

    রবিন দাসদের পৈত্রিক নিবাস সুনামগঞ্জের ছাতকে। তার পিতা মৃদুল কান্তি দাস ছাতকের বাসিন্দা। শৈশবেই পাড়ি জমান ইংল্যান্ডে। সেখানেই স্থায়ী হয়েছেন তিনি। তবে মাঝে মধ্যে সুনামগঞ্জে আসেন স্ব-পরিবারে। ইংল্যান্ডের লেটনস্টোনে জন্ম রবিন দাসের। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মৃদুল দাসের দ্বিতী‍য় ছেলে রবিন।

    কাউন্টি ক্রিকেটের ক্লাব এসেক্সের মূল একাদশে খেলেন তিনি। ডানহাতি এই ব্যাটার ইংল্যান্ডের স্থানীয় ক্রিকেটে বেশ দাপটের সাথেই খেলছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড ১৩ জনের দল ঘোষণা করে। বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন ইংল্যান্ড একাদশের দু’জন ক্রিকেটার মাঠের বাইরে ছিলেন। স্কোয়াডে থাকা অতিরিক্ত দু’জন ক্রিকেটারও এক সময় মাঠের বাইরে চলে যান। এরপর একাদশে থাকা আরেকজন ক্রিকেটার মাঠের বাইরে যান। টিম ম্যানেজম্যান্ট তখন বদলী ফিল্ডার হিসেবে মাঠে নামা রবিন দাসকে।

    নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৩৮তম ওভারে মাঠে নামেন রবিন দাস। বেশিক্ষণ অবশ্য ফি

    ছবিতে ডানে রবিন দাস

    ল্ডিং করতে পারেননি। ইংল্যান্ডের স্কোয়াডে থাকা অতিরিক্ত ক্রিকেটার হ্যারি ব্রুক ও ক্রেগ ওভারটন আগেই মাঠে নামেন ফিল্ডিং করতে। স্টুয়ার্ড ব্রডও মাঠের বাইরে যান। ওই ওভারে পট্স চোট পেয়ে যান। তিনি মাঠের বাইরে গেলে আরেকজন বদলী ফিল্ডারের প্রয়োজন পড়ে। ইংল্যান্ড টিম ম্যানেজম্যান্ট উপায় না পেয়ে রবিন দাসকে মাঠে পাঠা‍য়। পটসের অসামপ্ত ওভার শেষ করেন অধিনায়ক বেন স্টোকস। ওই চার বলই মাঠে ছিলেন বাংলাদেশী বংশোদ্ভুত সুনামগঞ্জের ছেলে রবিন। ওভার শেষে ব্রড মাঠে ফিরলে তিনি আবার বাইরে চলে যান।

    ২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পান রবিন দাস। এরপর আর পেছনে থাকাতে হয়নি। এসেক্সের মূল একাদশেও জায়গা করে নিয়েছেন। ঘটনাক্রমে এবার সুযোগ হলো ইংল্যান্ডের জার্সিতে লর্ডসে মাঠে নামার। হয়তো কোনো একদিন ইংল্যান্ড জাতীয় দলে দেখা যাবে বাঙালী বংশোদ্ভুত এই ক্রিকেটারকে।

    রবিন দাসের বড় ভাই জয় দাসও খেলছেন এসেক্সের দ্বিতীয় একাদশে। সুনামগঞ্জের বয়স ভিত্তিক ক্রিকেটেও খেলেছেন তিনি। ২০০৮-০৯ মৌসুমে সুনামগঞ্জ জেলা অনূর্ধ্ব-১৬ দলের হয়ে জয় খেলেন সিলেট বিভাগীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতায়। সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৬ দলের কোচ চৌধুরী আহমদ মুজতা রাজী বিষয়টি নিশ্চিত করেছেন এসএনপিস্পোর্টসকে।

    রবিন দাস ইংল্যান্ডের হয়ে লর্ডসে মাঠে নামায় বেশ উচ্ছ্বসিত এসেক্স ক্রিকেট বোর্ড। এসেক্স ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাওয়ার আলি বলেছেন, “ভাল লাগছে ব্রিটিশ-বাংলাদেশি ক্রিকেটারদের ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখে। আশা করব রবিন ভবিষ্যতে ইংল্যান্ডের হয়ে মাঠে নামবে। ”

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here