ইংল্যান্ডের নির্বাচক হলেন লুক রাইট

0
73

স্পোর্টস ডেস্কঃ সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার লুক রাইটকে পুরুষ দলের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী বছরের মার্চ এই দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ইংল্যান্ডের হয়ে ২০১০ সালে রাইট জিতেছেন টি-২০ বিশ্বকাপের শিরোপা। খেলেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) মাতিয়েছেন এক সময়। বর্তমানে নিউজিল্যান্ডের অকল্যান্ডের কোচের দায়িত্বে আছেন তিনি।

নিজ দেশের নির্বাচকের দায়িত্ব পেয়ে রাইট বলেন, ‘ভীষণ সম্মানের বিষয় (নির্বাচক হিসেবে নিযুক্ত হওয়া) এটা আমার কাছে। আমি সম্মানিত এই দায়িত্বটা হাতে তুলে নিতে পেরে। বিষয়টি নিয়ে আমি নিজেই খুব উত্তেজিত।’

রাইট যোগ করেন, ‘পরের বছর অ্যাশেজ রয়েছে। রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। ফলে কাজ শুরু করতে আমার তর সইছে না আর। আমি যোগদান করতে মুখিয়ে। এই বছরটা অনবদ্য সময় কেটেছে ইংল্যান্ড দলের জন্য।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here