স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় প্রথমে জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে সফরে আসতে না চাইলেও পরবর্তীতে পুর্ণাঙ্গ নিরাপত্তার আশ্বাস পেয়ে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর করছে।
ইংল্যান্ডের সাত জন ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার কথা রয়েছে। কিন্তুু খেলোয়াড়দের আসতে নিষেধ করেছে ইংল্যান্ডের ক্রিকেট ভিত্তিক সংস্থা প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন্স (পিসিআই)।
তাদের যুক্তি, ইংল্যান্ড জাতীয় দল বাংলাদেশে যতটা নিরাপত্তা পাবে, বিপিএল খেলতে আসা ক্রিকেটাররা ততটা নিরাপত্তা পাবে না। পিসিআই’র যুক্তি অমান্য করে কেউ বিপিএল খেলতে চাইলে নিজ দায়িত্বেই আসতে বলেছে সংস্থাটি।
পিসিআই’র নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাংলাদেশে আসতে রাজী হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেনি হওয়েল।
বিপিএলে চুক্তিবদ্ধ হওয়া ইংলিশ ক্রিকেটারদের মধ্যে হওয়েলই প্রথম বাংলাদেশে আসা নিশ্চিত করলো। হওয়েল চলতি বছরের ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি লিগের সর্বোচ্চ উইকেট শিকারি। বিপিএলের নতুন ফ্রাঞ্চাইজি খুলনা টাইটান্সে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই পেস বোলার।
হওয়েল বলেন, ‘আমার জন্য এটি বিরাট এক সুযোগ। এই টুর্নামেন্ট ক্রমশ উঠে আসছে। আমার আশা, ওখানে খেলার অভিজ্ঞতা আমাকে পরের পর্যায়ে যেতে সাহায্য করবে এবং আমাকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন পূরণের কাছে নিয়ে যাবে।’
বিপিএলে খেললে অনেক অভিজ্ঞতা বাড়বে, এটাই মনে করেন হওয়েল। তিনি বলেন, ‘ওখানে খেলা অবশ্যই ইংল্যান্ডে খেলার চেয়ে ভিন্ন হবে। আমি চেষ্টা করব উপভোগ করতে এবং বিশ্বের সেরা সব টি-টোয়েন্টি ক্রিকেটারের বিপক্ষে খেলে যতটা সম্ভব শিখতে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০