ইংল্যান্ডের বিদায়ী অধিনায়ক মরগান ফিরছেন আয়ারল্যান্ডেই!

0
6

স্পোর্টস ডেস্ক:: ১৯৮৬ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম গ্রহণ করেন ইংল্যান্ডের সদ্য বিদায়ী অধিনায়ক ইয়ন মরগান। ক্রিকেটের জনকদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এবার তিনি ফিরতে পারেন জন্মভূমি আয়ারল্যান্ডে। সেরকম তথ্যই মিলছে।

আয়ারল্যান্ডে জন্ম নিয়েও মরগান তীতু হন ইংল্যান্ডে। বাইশ গজে হয়ে উঠেন দুর্দান্ত। বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই ইংল্যান্ড দলে নাম লেখান। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করেন। স্বপ্নের বিশ্বকাপ শিরোপাও এনে দেন ইংলিশদের। তবে সাম্প্রতিক সময় ভালো যাচ্ছিলো না। ব্যাটে ছিলো না রান।

ফর্মহীন মরগান দলের ‘বোঝা’ হয়ে থাকতে চাননি। তাই নেন অবসরের সিদ্ধান্ত। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবিও তাতে সম্মতি দেয়। বিশ্ব ক্রিকেটকে তাই বিদায় জানান বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে অবসর পরবর্তী জীবনে তিনি কোন ভূমিকায় থাকবেন, কী দায়িত্ব পালন করবেন তা নিয়ে আলোচনা হচ্ছে।

অনেকেই বলছেন, মরগানকে হয়তো কোচের ভূমিকায় দেখা যাবে। ব্যাট-প্যাড তুলে রাখলেও ক্রিকেট মাঠেই থাকতে চান তিনি। আর সেটা হতে পারে কোচের ভূমিকায়। আয়ারল্যান্ড দলে কোচের বা পরামর্শকের ভূমিকায় দেখা যেতে পারে তাকে। ধারাভাষ্যকার অ্যালান উইলকিস জানিয়েছেন এমন তথ্য।

মরগানকে আয়ারল্যান্ডে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে অ্যালান উইলকিস বলেন, ‘আমি শুনেছি মরগানকে আয়ারল্যান্ডে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ওকে মেন্টর হিসেবে দেখা যেতেই পারে। খেলা ছাড়ার পর ব্রেন্ডন ম্যাককালাম যেমন ইংল্যান্ডের কোচ হয়েছে, মরগান তেমন আয়ারল্যান্ড দলের কোচ হতে পারে।’

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মরগানের সাম্প্রতিক সময়টা বেশ ভালো যাচ্ছিলো না। আইপিএলে তার ব্যাট ছিলো রানহীন। এনিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। আইপিএল পরেও ফিরতে পারেননি ফর্মে। এক পর্যায়ে গত ২৮ জুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই ক্রিকেটার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here