ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, পরিসংখ্যানে ব্যাটে তামিম, উইকেটে সাকিব

    0
    25

    স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। একপেশে সিরিজ শুরু হচ্ছে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই হেরেছে টাইগাররা। একপেশে আরেকটি সিরিজ শুরু হচ্ছে।

    এই সিরিজের আগে বাংলাদেশের পক্ষে ইংল্যান্ডের বিপক্ষে রানে এগিয়ে আছেন তামিম ইকবাল। আর বল হাতে উইকেট শিকারির তালিকায় সাকিব আল হাসান।

    ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ২০শে অক্টোবর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

    ইংলিশদের বিপক্ষে ৫০৫ রান সংগ্রহ করে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। ব্যক্তিগত ১০৮ রান নিয়েও শীর্ষে আছেন এই টাইগার ওপেনার।

    চলুন দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট পরিসংখ্যানগুলো

    বাংলাদেশের পক্ষে বেশি রান: তামিম ইকবাল, ৫০৫ রান

    ইংল্যান্ডের পক্ষে বেশি রান: ইয়ান বেল, ৬৩৩ রান

    বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ: তামিম ইকবাল- ১০৮ রান

    ইংল্যান্ডের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ: জোনাথন ট্রট- ২২৬ রান

    বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ৪১৯

    ইংল্যান্ডের দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ৫৯৯/৬ডি

    বাংলাদেশের দলীয় সর্বনিম্ন সংগ্রহ: ১০৪

    ইংল্যান্ডের সর্বনিম্ন সংগ্রহ: ২৯৫

    বাংলাদেশের পক্ষে সবথেকে বেশি সেঞ্চুরি: তামিম ইকবাল- ২টি

    ইংল্যান্ডের পক্ষে সবথেকে বেশি সেঞ্চুরি: মার্কাস ট্রেসকোথিক- ৩টি, ইয়ান বেল- ৩টি

    বাংলাদেশের পক্ষে বেশি উইকেটশিকারি: সাকিব আল হাসান- ১৭টি

    ইংল্যান্ডের পক্ষে বেশি উইকেটশিকারি: ম্যাথু হোগার্ড- ২৩টি

    বাংলাদেশের পক্ষে বেশি ডিসমিসাল: খালেদ মাসুদ পাইলট- ১১টি

    ইংল্যান্ডের পক্ষে বেশি ডিসমিসাল: ম্যাট প্রায়র- ২০টি

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here