ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে, দুই রেকর্ডের অপেক্ষায় তামিম-মুশফিক

    0
    51

    স্পোর্টস ডেস্ক: ড্যাসিং ওপেনার তামিম ইকবাল ও ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট দলের এগিয়ে যাওয়ার দুই স্বপ্ন সারথী। দীর্ঘ দিন থেকেই সার্ভিস দিচ্ছেন বাংলাদেশকে। নিজেরা করছেন একটির পর একটি রেকর্ড।

    তেমনি এবার আরো দু’টি রেকর্ডের সামনে দেশ সেরা এ দু’ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়েই তামিম পৌছে যেতে পারেন পাঁচ হাজারি ক্লাবে, তেমনি মুশফিকুর রহিম পৌছে যেতে পারেন চার হাজারি ক্লাবে। তবে এজন্য দু’জনকেই খেলতে হবে দেখে শুনে।

    আগামী ৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ। যেখানে তামিম ইকবাল পৌছতে পারনে পাঁচ হাজারি ক্লাবে। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হওয়া তামিমের পাঁচ হাজার রানের মাইলফলকটি পুরন করতে আর প্রয়োজন  ৬৯ রান।

    তামিম ইকবাল এখন পর্যন্ত ১৫৬ ওয়ানডেতে ৩২.৪৪ গড়ে এই ড্যাশিং সংগ্রহ করেছেন ৪ হাজার ৯শ৩১ রান। সঙ্গে রয়েছে ৩৩টি অর্ধশতক ও সাতটি ওয়ানডে শতক।

    তামিমের পাশাপাশি তারই সতীর্থ ও জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম পৌছে যেতে পারেন চার হাজারি ক্লাবে।

    মুশফিকুর রহিম এখন পর্যন্ত ১শ৬১ ওয়ানডেতে ৩হাজার ৯শ ৭৬ করেছেন ৩১.৩০ গড়ে। যার মধ্যে রয়েছে ৪টি শতক ও ২২টি অর্ধশতক।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here