ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নেই কোহলি-বুমরাহ-পন্তরা

0
6

স্পোর্টস ডেস্কঃ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার স্থগিত সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। তবে এই ম্যাচ শেষেই দুই দল মুখোমুখি লড়াইয়ে নামবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে। আর সেই দুই সিরিজের জন্য দল ঘোষণা করল ভারত।

টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন সবশেষ আয়ারল্যান্ড সফরে থাকা সব ক্রিকেটারই। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে থাকা বেশ কয়েকজন ক্রিকেটাররাও খেলবেন। তবে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না টেস্টে খেলা পাঁচ ক্রিকেটার।

তারা হলেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ার ও রবীন্দ্র জাদেজা। তাদেরকে বিশ্রাম দেওয়া হবে প্রথম ম্যাচে। মূলত প্রথম টি-টোয়েন্টির দলে দেখা যাবে না একমাত্র টেস্ট খেলা কোনো ক্রিকেটারকেই। তবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে ফিরবেন তারা সবাই। ওয়ানডেতেও খেলবেন তারা সবাই।

তাদের ফেরাতে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি থেকে বাদ পড়বেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। তারা হলেন সঞ্জু স্যামসন, ভেঙ্কটেশ আইয়ার, ঋতুরাজ গায়কোয়াদ, রাহুল ত্রিপাঠি ও অর্ষদীপ সিং। এছাড়া টেস্ট খেলতে না পারা অধিনায়ক রোহিত শর্মা খেলবেন পুরো টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ।

বাঁহাতি পেসার অর্ষদীপকে রাখা হয়েছে ওয়ানডে সিরিজের দলে। আর এদিকে টেস্ট দলে থাকলেও, টি-টোয়েন্টিতে জায়গা হয়নি পেসার মোহাম্মদ শামি ও প্রসিধ কৃষ্ণের। এদিকে টেস্ট ও টি-টোয়েন্টি দুই দলেই না থাকলেও, ওয়ানডে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সিরাজ। তবে টি-টোয়েন্টিতে থাকলেও, ওয়ানডে দলে জায়গা হয়নি ভুবনেশ্বর কুমারের। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি, কোনো জায়গায় নেই রবিচন্দ্রন অশ্বিন।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াদ, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, আভেষ খান, অর্ষদীপ সিং ও উমরান মালিক।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, দীপক হুদা, ঋষভ পন্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, আভেষ খান, যশপ্রীত বুমরাহ ও উমরান মালিক।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ ও অর্ষদীপ সিং।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here