স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। ইংল্যান্ড একাদশের বিরুদ্ধে বিসিবি একাদশের হয়ে মাত্র ৯১ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ১২১ রান করেন তিনি। ব্যক্তিগত ৮১ বল মোকাবেলা করে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইমরুলের সেঞ্চুরিতে ইংলিশদের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে বিসিবি একাদশ। বিসিবি একাদশের সংগ্রহ ২৮.৫ ওভারে ৩ উইকেটে ১৯১। মুশফিকুর রহিম ২০ রানে অপরাজিত আছেন।
বিসিবি একাদশের ইনিংসের শুরু থেকেই ভালো খেলতে থাকেন ইমরুল। সৌম্যকে নিয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন ইমরুল। ইমরুলের সঙ্গী সৌম্য সরকার ৭ রান করে ক্রিস ওকসের বলে জস বাটলারের গ্লাভসে ধরা পড়েন। নাজমুল হাসান শান্ত ৩৬ রান করেন।
কেউ ইনজুরিতে পড়লে কিংবা ফর্ম হারালে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের দলে থাকেন ইমরুল কায়েস। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি উপহার দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশে থাকার জোরালো দাবিটা করতেই পারেন ৫৯টি ওয়ানডে খেলা ২৯ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০