ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ রয়, সুযোগ পেলেন ব্রুক

0
69

স্পোর্টস ডেস্কঃ গত মাসেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৫ জনের সে তালিকায় পরিবর্তন এনে এবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ইংলিশরা। যেখানে জেসন রয়ের জায়গায় দলে ফিরেছেন তরুণ ব্যাটার হ্যারি ব্রুক।

মূলত চোটে থাকা ওপেনার রয়ের বদলে ব্রুককে নিয়েছে ইসিবি। পেশির চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজে ছিটকে যান রয়। তার বদলে খেলে তেমন কিছু করতে পারেননি ব্রুক। তিন ম্যাচে তিনি করেন ২৫, ২ ও ১০ রান। তবু তাকেই নেওয়া হয়েছে বিশ্বকাপ দলে।

ইংল্যান্ডের পুরুষ দলের প্রধান নির্বাচক লুক রাইট বলেছেন, ‘আমরা স্কোয়াড নির্বাচন করেছি এবং বিশ্বকাপ জিততেই ভারতে যেতে পারি। আমরা সাদা বলের শক্তিশালী একটি স্কোয়াড পেয়েছি। তারা নিউজিল্যান্ডের মতো ভালো দলের বিপক্ষে নিজেদের পারফরম্যান্স দেখিয়েছে।’

বিশ্বকাপে ওপেনার হিসেবে জনি বেয়ারস্টোর সাথে দেখা যাবে দাভিদ মালানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে তিন ম্যাচে ২৭৭ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। এই সিরিজে তার ব্যাটিং গড় ছিল ৯২.৩৩। এর মধ্যে লর্ডসে ম্যাচজয়ী সেঞ্চুরি করেছেন তিনি।

এদিকে চলতি বছর ৬ ওয়ানডে খেলে দুটি সেঞ্চুরি করেন রয়। চোট কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরতে পারেন তিনি। তার অবস্থা দেখে বিশ্বকাপ দলে আবার আসতে বদল। কোন কারণ না দেখিয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দলে বদল আনতে পারবে দলগুলো।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল: জস বাটলার (উইকেটকিপার/অধিনায়ক), গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here