ইংল্যান্ডের বড় রানের জবাব দিচ্ছে ভারত

0
17

স্পোর্টস ডেস্ক: বিশাল চ্যালেঞ্জ ভারতীয় দলের। প্রথম ইনিংসে সফরকারী ইংল্যান্ড দলটির কাঁধে ৫৩৭ রানের বোঝা চাপিয়ে দিয়েছে। পিছিয়ে নেই ভারতও। তারাও হাটছে সমান তালে। এগিয়ে যাচ্ছে বড় সংগ্রহের দিকেই।

ইংলিশদের প্রথম ইনিংস শেষ হয় ৫৩৭ রানে। জবাবে, ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলেছে স্বাগতিক ভারত।

প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারী ইংল্যান্ডের থেকে ২১৮ রান পিছিয়ে স্বাগতিক ভারত। হাতে আছে আরও ৬ উইকেট।

ইংলিশদের হয়ে ওপেনার অ্যালিস্টার কুক করেন ২১ রান আর হাসিব হামিদ করেন ৩১ রান। তিন নম্বরে নামা জো রুট ১২৪ রান করে বিদায় নেন। শতক হাঁকান মঈন আলী এবং বেন স্টোকস। মাঝে বেন ডাকেট ১৩ রান করে বিদায় নেন। রুট আর আলী স্কোরবোর্ডে যোগ করেন ১৭৯ রান।

মঈন আলী ১১৭ রানে থামেন। স্টোকস খেলেন ১২৮ রানের নান্দনিক ইনিংস।  জনি বেয়ারস্টো করেন ৪৬ রান। শেষদিকে ৩২ রান করেন জাফর আনসারী।

শতকের ঘর ছুঁয়েছে ভারতীয় বোলার রবীচন্দ্রন অশ্বিন এবং উমেস যাদব। যাদব ১১২ রানের বিনিময়ে নেন দুটি উইকেট। আর অশ্বিন ১৬৭ রান খরচ করে পান আরও দুটি উইকেট। ভারতের হয়ে তিনটি উইকেট দখল করেন রবীন্দ্র জাদেজা,

ব্যাটিংয়ে নেমে ১০৮.৩ ওভার থেকে ৩১৯ রান তোলে স্বাগতিক ভারত। ওপেনার মুরালি বিজয় এবং তিন নম্বরে নামা চেতস্বর পুজারা শতক হাঁকান। বিজয় করেন ১২৬ রান। আর পুজারার ব্যাট থেকে আসে ১২৪ রান। ২৯ রানে বিদায় নেন গৌতম গম্ভীর। ২৬ রানে অপরাজিত রয়েছেন দলপতি বিরাট কোহলি। শূন্য রানেই বিদায় নেন অমিত মিশ্র।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here