ইংল্যান্ডের সাবেক কোচ ট্রটকে প্রধান কোচ নিয়োগ দিলো আফগানিস্তান

0
21

স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জাতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগ করেছে। সাবেক ইংলিশ ক্রিকেটার জোনাথন ট্রটকে জাতীয় দলের কোচের দায়িত্ব দিয়েছে এসিবি। আফগান রশীদ খানদের কোচিং সামলানে ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।

জোনাথন ট্রট এর আগে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন। কাউন্টি লিগেও কোচিং করিয়েছেন তিনি। কোচ হিসেবে এরই মধ্যে বেশ জনপ্রিয়ও হয়ে উঠছেন তিনি। ২০০৯ সালে ইংলিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তিনি। খেলোয়াড়ী জীবনের ইতি টানেন ২০১৮ সালে। এরপর থেকেই মনযোগ দেন কোচিংয়ে।

কোচিং পেশায় দ্রুত জনপ্রিয় হওয়া এই সাবেক ইংলিশ ক্রিকেটারের ভারতের ব্যাটিং পরামর্শক হওয়ার কথাও ছিলো। তবে কোনো কারণে সেটি হয়নি। এবার তিনি আফগানিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নিলেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ দিয়েই শুরু হবে ট্রটের আফগানিস্তান অধ্যায়। এবার তিনি কোনো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই কোচ। বলেছেন, আফগানদের সাথে কাজ করতে তিনি মুখিয়ে আছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here