ইংল্যান্ডের সিরিজ বাঁচানোর ম্যাচে অধিনায়কত্ব করছেন মঈন

0
73

স্পোর্টস ডেস্কঃ শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাঁচানোর মিশন ইংল্যান্ডের। প্রথম ওয়ানডেতে হার দিয়ে সিরিজ শুরু করা ইংলিশরা আজ হারলেই খোয়াবে সিরিজ। তবে এই ম্যাচে ইংলিশ অধিনায়ক জস বাটলার খেলছেন না। প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া এই উইকেটকিপার ব্যাটার আছেন বিশ্রামে। ফলে ইংলিশদের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন মঈন আলী।

প্রথম ওয়ানডেতে ডেভিড মালানের অসাধারণ সেঞ্চুরি ম্লান করে ৬ উইকেটের জয় তুলে নেয় অজিরা। ওয়ানডে অধিনায়ক হিসেবে শুরুটা হাসিমুখেই হলো প্যাট কামিন্সের। গত বৃহস্পতিবারের ঐ ম্যাচই ছিল কামিন্সের অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ। তবে শনিবার তিনিও বাটলারের মতো থাকছেন বিশ্রামে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজিদের অধিনায়কত্ব করছেন পেসার জস হ্যাজেলউড, আর ইংলিশদের মঈন আলী। এর আগেও অধিনায়কত্ব করেছেন মঈন। ইংল্যান্ডের বার্মিংহামে জন্মগ্রহণ করা এই অলরাউন্ডার এর আগে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন।

গত সেপ্টেম্বরে নিয়মিত অধিনায়ক বাটলার না থাকায় টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন মঈন। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে ৭ ম্যাচের সিরিজ খেলে বিশ্বকাপে অংশ নেয় ইংল্যান্ড। এরপর এই দলকেই হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নেয়।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম বিলিংস, মঈন আলী, ক্রিস ওকস, স্যাম কারান, লিয়াম ডসন, ডেভিড উইলি ও আদিল রশিদ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ, মারনাস লাবুসচেন, অ্যালেক্স কেরি, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here