ইংল্যান্ডের ১২৫ বছরের ‘রেকর্ড’ ভাঙলেন ভারতীয় চেতেশ্বর পূজারা

0
20

স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা ভেঙে দিলেন লর্ডসের ১২৫ বছরের ইতিহাস। গত ১২৫ বছরে যা কেউ করতে পারেননি, ঐতিহাসিক লর্ডসে তিনি সেটিই করলেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রীতিমতো উড়ছেন এই ভারতীয় ব্যাটার।

সাসেক্সের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে লর্ডসে তিনি বুধবার ‘ডাবল সেঞ্চুরি’ করেছেন। ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে সাসেক্সের হয়ে ইতিহাসের প্রথম ব্যাটার হিসিবে ১২৫ বছরের মধ্যে তিনিই প্রথম ‘ডাবল সেঞ্চুরি’ হাঁকালেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা ভারতীয় এই ব্যাটারের ১৬তম দ্বিশতক। যৌথ ভাবে ‘ডাবল সেঞ্চুরি’র তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েন পূজারা।

প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিশতকের তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্যার ডন ব্র্যাডম্যান। এই কিংবদন্তীর নামের পাশে আছে ৩৭টি ‘ডাবল সেঞ্চুরি।’ তার পরেই আছেন দ্বিতীয় স্থানে আছেন ওয়াল্টার হ্যামন্ড। তার দ্বিশতকের সংখ্যা ৩৬টি। ২২টি ‘ডাবল সেঞ্চুরি’ নিয়ে তালিকায় তিনে আছেন ইলিয়াস হেনড্রেন।

লডর্সের ‘রেকর্ড’ গড়া ডাবল সেঞ্চুরিটি পূজারা হাঁকিয়েছেন ৪০৩ বলের দারুণ এক ইনিংসে। একুশ চার ও তিন ছক্কার নান্দনিক ইনিংস খেলে ২৩১ রান তুলেছেন তিনি। তাতে তার দল অলআউট হয়েছে ৫২৩ রানে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here