ইংল্যান্ডের ৬ ক্রিকেটারকে পুরো বছরের চুক্তির প্রস্তাব আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর

0
78

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট বিশ্বে দিনে দিনে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌরাত্ম্য। বছরজুড়েই বিশ্বজুড়ে বিভিন্ন লিগ চলে। দিনে দিনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌড় বাড়ায়, সঙ্কটের মুখে পড়ছে ক্রিকেটের মূল কাঠামো। শঙ্কা দিচ্ছে, ফুটবলের মতো ক্লাব পদ্ধতি না চলে আসে ক্রিকেটে।

সেই শঙ্কা বাড়িয়ে দিল এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। ইংল্যান্ডের ৬ ক্রিকেটারকে লোভনীয় প্রস্তাব দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। জাতীয় দল ও কাউন্টি দলের সাথে চুক্তি ছেড়ে তাদের সাথে নতুন চুক্তি করতে বলছে পুরো বছরের জন্য। এর জন্য বছরে ৫ মিলিয়ন পাউন্ড করে বেতন দেওয়া হবে। ইংল্যান্ডের টাইমস লন্ডন জানিয়েছে সেই খবর।

তবে কোন কোন ক্রিকেটারকে কোন কোন ফ্র্যাঞ্চাইজি, এই চুক্তির প্রস্তাব দিয়েছে তা পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, উইন্ডিজ ও আমেরিকার ফ্র্যাঞ্চাইজি লিগেও দল আছে আইপিএলের মালিকদের। বছরজুড়ে একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে বিভিন্ন দেশে সেই লিগগুলোতে খেলার জন্যই এমন লোভনীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

শুধুমাত্র ইংল্যান্ড নয়, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও উইন্ডিজের ক্রিকেটারদেরও এমন প্রস্তাব দেওয়া হয়েছে। এসব দেশের সব তারকাদেরকেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। বছরে সর্বনিম্ন ২ মিলিয়ন পাউন্ড থেকে সর্বোচ্চ ৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বেতন দেওয়া হবে। যেগুলো কিনা, দেশগুলোর ক্রিকেট বোর্ডের বেতনের চেয়ে কয়েক গুণ বেশি।

যদিও সবকিছু এখন প্রাথমিক অবস্থার মধ্যে রয়েছে। তবে যদি ক্রিকেটাররা চুক্তি করেন, তাহলে তাদের জাতীয় দলের হয়ে খেলার কোনো বাধ্যবাধকতা থাকবে না। এতে করে আন্তর্জাতিক ক্রিকেটে তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here