নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন লিটন দাস। জাতীয় দলের এই তারকা ওপেনার মঙ্গলবার দিবাগত মধ্য রাতে ঢাকা ত্যাগ করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইংল্যান্ডের বিমানে চড়েছেন তিনি।
ইংল্যান্ডের চেমসফোর্ডে গিয়ে সরাসরি দলের সাথে যোগ দেবেন লিটন দাস। এর আগে জাতীয় দলের প্রায় সবাই পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডে। এই চেমসফোর্ডেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দলটি। আগামী ৯, ১২ এবং ১৪ মে অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো।
মূলত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে নির্ধারিত সময় আগেই চলে এসেছেন লিটন। যার ফলে ঢাকা থেকে বিলেতের বিমানে উঠছেন।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে গেল ৯ এপ্রিল কলকাতা শিবিরে যোগ দেন লিটন। আইপিএলে মাত্র ১টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। দিল্লি ক্যপিটালসের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৪ বলে মাত্র ৪ রান করেন লিটন। উইকেট কিপিংয়েও ব্যর্থ হয়েছিলেন। যার ফলে পরের ম্যাচ থেকেই আর জায়গা হয়নি দলটির একাদশে।
এর মাঝেই ২৯ এপ্রিল, শনিবার কলকাতার ম্যাচ ছিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে। আর সেই ম্যাচের আগের দিন অনুশীলন করলেও, ঠিক তার পরই দেশে ফিরে আসেন পারিবারিক জরুরী কারণ দেখিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা