স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডে কাল থেকে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজ নিয়ে বেশ ‘বিরক্ত’ বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নিয়মের কড়াকড়ির সঙ্গে বৈরি আবহাওয়া। সব মিলিয়ে অখুশি বাংলাদেশ দলের কোচ জানিয়েছেন, এমন হবে জানলে সিরিজই খেলতে যেতেন না।
সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল, অথচ ম্যাচ ভেন্যুতে প্রবেশেরই সুযোগ মিলেনি। ম্যাচের আগের দিন ম্যাচ ভেন্যু ও উইকেট দেখেছে বাংলাদেশ দল। ভেন্যু থেকে অনেক দূরে একটি স্কুল মাঠে করতে হয়েছে অনুশীলন। স্থানীয় খেলা চলায় প্রবেশের সুযোগ মিলেনি ম্যাচ ভেন্যুতে।
সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে, খেলা হচ্ছে ‘নিরপেক্ষ’ ভেন্যু ইংল্যান্ডের চেমসফোর্ডে। এই সময়ে আয়ারল্যান্ড প্রচুর বৃষ্টিপাত হয়। আরো নানা সুযোগ-সুবিধার কারণে আইরিশ বোর্ড ইংল্যান্ডের মাটিতে সিরিজ আয়োজন করেছে।
তামিম ইকবালের দল টিকমতো অনুশীনও করতে পারেনি। বৃষ্টিতে পণ্ড হয়েছে একমাত্র অনুশীলন ম্যাচটি। বৈরি আবহাওয়া প্রস্তুুতিও সারতে দেয়নি টাইগারদের। মাঠ নিয়ে তো কড়াকড়ি আছেই। সব মিলিয়ে নাভিশ্বাস অবস্থা বাংলাদেশ দলের।
কোচ চন্ডিকা হাথুরুসিংহে পরিস্থিতি এমন হলে খেলতে যেতেন জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘খুবই বিরল ঘটনা এটি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছি ইংল্যান্ডের মাটিতে। সাধারণত এমন ঘটনা ঘটে না। আমরা কাউকে দোষারূপ করছি না। আগে জানলে এমন সূচিতে খেলতেই রাজি হতাম না। কারণ এই অবস্থায় আদর্শ প্রস্তুুতি নেওয়া সম্ভব নয়। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০