স্পোর্টস ডেস্ক:: যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ইংল্যান্ডে গেছেন সাকিব আল হাসান। চেমসফোর্ডে টিম হোটেলেও পৌঁছেছেন তিনি। বাংলাদেশ দল ইংল্যান্ড যাওয়ার আগেই সাকিব যুক্তরাষ্ট্রে চলে যান ছুটি কাটাতে। ছুটি কাটিয়ে তিনি দলের সঙ্গে যোগ দিলেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ। প্রস্তুুতি খেলার কথা ছিলো না সাকিবের। তাই তিনি আগে দলের সঙ্গে যোগ দেননি। তবে একমাত্র প্রস্তুুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।
অলরাউন্ডার সাকিব চেমসফোর্ডে টিম হোটেলে দলে যোগ দিয়েছেন। দলের সঙ্গে থাকা সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়ায় নিজের বাবা-মায়ের সঙ্গে ঈদ পালন শেষে সাকিব যুক্তরাষ্ট্রে যান স্ত্রী ও সন্তানদের কাছে। সেখান থেকে গেলেন ইংল্যান্ডে।
আগামি ৯ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজটি। আইসিসি সুপার লিগের অন্তর্ভূক্ত সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ১২ মে। ১৪ মে হবে সিরিজের সবশেষ ম্যাচ। এরপরই দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post