স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক পরই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড দল। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে অংশ নেবে বাংলাদেশের বিপক্ষে। ২০১৬ সালের পর এই প্রথম বাংলাদেশে খেলতে আসছে ইংলিশরা। তবে এই সিরিজের ম্যাচগুলো ব্রিটেনে দেখা যাবে কিনা সেই শঙ্কা ছিল।
কেননা ইংল্যান্ড ও বাংলাদেশ দলের সিরিজের সম্প্রচার স্বত্ত্ব শুরুতে কেউ কিনেনি। রেডিও এবং টেলিভিশন কেউই কিনেনি বলে জানা গেছে শুরুতে। তবে এবার সেই শঙ্কা কেটে গেছে। সিরিজের সম্প্রচার স্বত্ত্ব কিনে নিয়েছে স্কাই স্পোর্টস। আর রেডিও’র স্বত্ত্ব কেনার দৌড়ে আছে টকস্পোর্ট।
যার ফলে ব্রিটেনে অবস্থানরত ক্রিকেটপ্রেমীদের আর খেলা দেখতে আর কোনো সমস্যা নেই। ইংল্যান্ড ও বাংলাদেশের এই সিরিজের স্বত্ত্ব কেনার দৌড়ে ছিল ভায়াপ্লে। যারা কিনা সদ্য সমাপ্ত বিপিএল দেখিয়েছে ব্রিটেনে।
মূলত শুরুর দিকে সম্প্রচার স্বত্ত্ব কেনার আগ্রহ না থাকার কারণ ছিল, তারকা ক্রিকেটার না পাওয়া। পিএসএলে খেলতে যাওয়ায় ও ইনজুরির কারণে অনেকেই আসছেন না বাংলাদেশ সফরে। তবে সব শঙ্কার অবসান হয়েছে অবশেষে।
সিরিজ খেলতে ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকায় পা রাখবে ইংল্যান্ড দল। সব ঠিক থাকলে ২৪ ফেব্রুয়ারি এসে পৌঁছাবে ইংলিশরা। সিরিজের প্রথম ওয়ানডে ১ মার্চ মিরপুরে। আর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩ মার্চ একই ভেন্যুতে। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ মার্চ চট্টগ্রামে।
৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ আয়োজিত হবে চট্টগ্রামে। এরপর ১২ ও ১৪ মার্চ যথক্রমে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচই আয়োজিত হবে মিরপুরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post