স্পোর্টস ডেস্কঃ চলতি মাসের শেষের দিকে ইংল্যান্ডের মাটিতে তিন টেস্টের সিরিজ খেলার কথা লঙ্কানদের। তবে শ্রীলঙ্কা ক্রিকেট এরই মধ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি তিনটি খুনের ঘটনায় ইংল্যান্ডে অভিবাসী-বিরোধী দাঙ্গা শুরু হয়েছে। বিশেষ করে অভিবাসীদের আবাসস্থল, মসজিদ, দোকানে হামলার ঘটনা চলছে। পাশাপাশি এর বিরোধিতা করেও চলছে আন্দোলন।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী রোববার ইংল্যান্ডে যাওয়ার কথা লঙ্কানদের। আর নিজেদের মতো প্রস্তুতি নিতে এরই মধ্যে শ্রীলঙ্কার ৭ ক্রিকেটার ও ২ সাপোর্ট স্টাফ পৌঁছে গেছেন ইংল্যান্ডে। বর্তমান পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন আগেভাগেই ইংল্যান্ডে যাওয়া ক্রিকেটাররা। এদিকে শ্রীলঙ্কার এক ক্রিকেটার ক্রিকইনফোকে বলেছেন, ‘বেশির ভাগ ঘটনা আমরা যেখানে আছি, তার কাছে ঘটছে, এমন নয়। তবে আমরা সবাই একটু উদ্বিগ্ন। আমরা ডিনার বা এমন কিছুর জন্য বাইরে যেতে পারছি না। বেশির ভাগ সময় হোটেলেই থাকছি। কেউই ঝামেলায় পড়তে চায় না, মার খেতে চায় না।’
আগামী ২১ অগাস্ট ম্যানচেস্টারে শুরু হবে প্রথম টেস্ট। লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরু ২৯ অগাস্ট। ৬ সেপ্টেম্বর থেকে শেষ টেস্ট হবে দা ওভালে। এই সিরিজের জন্য ঘোষিত লঙ্কান দলে ডাক পেয়েছেন পেসার মিলান রাত্নায়েকে। লম্বা সময় পর টেস্ট দলে ফিরেছেন পাথুম নিসাঙ্কা। এই টপ অর্ডার ব্যাটসম্যানের অভিষেক হয় ২০২১ সালে। ৯ টেস্টের সবশেষটি খেলেছেন তিনি ২০২২ সালের জুলাইয়ে। সাদা বলে দারুণ পারফরম্যান্সে দীর্ঘ সময় পর লাল বলের দলে ফিরেছেন লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০